উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে: ইসি সচিব
নিউজ ডেস্ক

ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার
উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবির খোন্দকার। তিনি বলেন, ‘২৯টি পৌরসভা এবং চারটি উপজেলায় উপনির্বাচন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও মনিটরিং সেল থেকে প্রতি ঘণ্টায় রিপোর্ট পেয়েছি। তাতে বুঝতে পেরেছি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
রবিবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দপুরে একজনের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিঃসন্দেহে কোনও মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। এর জন্য সবাই দুঃখিত। সৈয়দপুরে সরকারি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের পাশে ছোটন নামে এক ব্যক্তি আহত অবস্থায় ছিলেন। হসপিটালে নেওয়ার পর মারা যান। তার শরীরে আঘাতের কোনও চিহ্ন ছিল না। সুরতহালে এ রকমই পাওয়া গেছে। মৃত্যুর কারণ কী পোস্টমর্টেম রিপোর্ট পেলে বলা যাবে।’
ইসি সচিব বলেন, ‘আমি মনে করি ভোট ভালো হয়েছে। মৃত্যুর বিষয়টি, কোনও পুলিশের গুলিতে মারা যায়নি। শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। এখন এই মৃত্যু কীভাবে হয়েছে রিপোর্ট পেলে বলতে পারবো। আমাদের মূল্যায়নে এখন পর্যন্ত বলতে পারি—ভোট ভালো হয়েছে।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটুকু বলতে পারি, যদি কেউ নির্বাচন প্রত্যাখ্যান করেন নিতান্তই সেটা তার ইচ্ছে। সেটা করতেই পারেন। অভিযোগ করলে তদন্ত করে দেখবো।’
সচিব জানান, চারঘাটে ককটেল দুষ্কৃতকারী চার জনকে গ্রেফতার করা হয়েছে। রিটার্নিং অফিসার জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট হয়েছে। প্রতিটি ক্ষেত্রে মাঠে অ্যাকশন ছিল, যার কারণে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সব সময় চায় সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। আমাদের কাছে যে সহযোগিতা চাইবেন কমিশন তা প্রদান করবে।
- কৃষিপণ্য কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম ‘ফুড ফর ন্যাশন’ উদ্বোধন করে
- দেশে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬৪
- প্রথম ডিজিটাল পদ্ধতিতে উদযাপন হবে আন্তর্জাতিক জাদুঘর দিবস
- বঙ্গবন্ধুর সাথে ছোট বেলার স্মরণীয় মধুর স্মৃতি
- নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ
- করোনা চিকিৎসায় ২০০০ চিকিৎসক, ৫০৫৪ জন নার্স নিয়োগ
- চাষিদের লোকসান ঠেকাতে ক্ষেত থেকে সবজি কিনছে সেনাবাহিনী
- করোনার সময়ে জরুরি সাহায্য পেতে ফোন করুন
- দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৮৬ আক্রান্ত
- ‘ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিষয়টি বিবেচনা করছে সরকার’: আইনমন্ত্রী