নিউক্যাসেলের বিপক্ষে ম্যানইউর সহজ জয়
স্পোর্টস ডেস্ক

ছবি : সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসেলের বিপক্ষে সহজ জয় পেয়েছে রেড ডেভিলরা। রোববার রাতে ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসেলকে ৩-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে শোলশায়ারের দল।
ম্যাচের সময় আধা ঘণ্টা স্পর্শ করতেই গোল করে রেড ডেভিলদের এগিয়ে নেন মার্কাস রাশফোর্ড। এর মাত্র মিনিট ছয়েক পর নিউক্যাসেলকে সমতায় ফেরান সেইন্ট ম্যাক্সমিন। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতাতেই।
বিরতি থেকে ফিরেই ম্যাচের ৫৭ মিনিটে দলকে এগিয়ে নেন তরুণ ফরোয়ার্ড ড্যানিয়েল জেমস। ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে ডি বক্সের ভেতর থেকে নেওয়া শট জালে জড়ান জেমস। আর তাতেই ম্যাচে দ্বিতীয়বারের মতো লিড নেয় রেড ডেভিলরা।
এরপর ৭৫তম মিনিটে স্পট কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ব্রুনো। এই জয়ে ২৫ ম্যাচে ১৪ জয় ও ৭ ড্র এবং ৪ হারে ৪৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। আর সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।
- খেলাধুলা নাই, ঘাসে ভরে গেছে কক্সবাজার স্টেডিয়াম
- ক্যারিবীয় কিংবদন্তির দশকসেরা একাদশে সাকিব
- বার্সাই চায় না মেসি থাকুক!
- টি-টোয়েন্টির সর্বকালের সেরা একাদশে সাকিব
- মঙ্গলবার টিভিতে যত খেলা
- শ্রীলংকা সফর নিশ্চিতে যেকোন সমন্বয়ে প্রস্তুত বিসিবি
- মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ
- সোমবার টিভিতে যত খেলা
- টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক হতে পারেন লুইস
- মাছ ধরেই কাটল মোস্তাফিজের ঈদ