বিয়ে নিয়ে যা জানালেন স্পর্শিয়া
বিনোদন ডেস্ক

অর্চিতা স্পর্শিয়া
চিত্রনায়িকা অর্চিতা স্পর্শিয়া বিয়ে করতে চান ৩০ বছর বয়সে। মায়ের কাছে এজন্য দুই বছর সময় নিয়েছেন। কেননা তাঁর বয়স ২৮। নিজের জন্মদিনে অকপটে বলে ফেললেন সামনের সম্ভাব্য ঝলমলে দ্বৈত জীবনের কথা।
জন্মদিনে রাজধানীর অদূরের আশুলিয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষে তিনি জানালেন একটি বিশেষ তথ্য।
স্পর্শিয়া বলেন, 'আমি একটি বিজনেস চালু করতে যাচ্ছি। বলতে গেলে আজকেই শুরু করছি। এটার নাম টাচড বাই স্পর্শিয়া। একদম অনলাইন ভিত্তিক আমার এই পোশাক বিক্রির প্রতিষ্ঠান। এখান থেকে যা আয় হবে একটি সেচ্ছাসেবী স্কুলের বাচ্চাদের জন্য আয়ের ১০ ভাগ আমি দিয়ে দেব।'
এই চিত্রনায়িকা বলেন, আলোকিত শিশু নামের ওই স্কুলে মূলত সমাজ থেকে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর বাচ্চারা পড়াশোনা করে। তাদের জন্য আমার অনেককিছুই করার ইচ্ছে রয়েছে। আপাতত এই উদ্যোগ নিলাম।
এই চলচ্চিত্র অভিনেত্রীকে সর্বশেষ দেখা গিয়েছিল নবাব এলএলবি চলচ্চিত্রে। অভিনয়ের বিষয়ে বলেন, 'আমি যেহেতু শুধু স্ক্রিনে চেহারা দেখাই না, গল্পে অভিনয় করি। সেহেতু আমি চিন্তা করলাম ব্যবসা করতে হবে। অভিনয়ের পাশাপাশি আমার বিজনেস চলবে।'
অর্চিতা স্পর্শিয়া অভিনীত চলচ্চিত্র 'আবার বসন্ত' একাধিক ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছিল।
- বিয়ে করছেন তানজিন তিশা ও জোভান
- নতুন সাজে ধরা দিতে চলেছেন লাস্যময়ী পরীমনি!
- পর্ন ভিডিওর ছড়াছড়ি পরীমনির
- যাদের সঙ্গে বুর্জ খলিফায় রাত কাটিয়েছেন পরীমনি
- সশব্দে ঐন্দ্রিলাকে চুমু খেয়ে চলেছেন অঙ্কুশ
- ব্রালেটে ‘হট’ অবতারে শুভশ্রী
- যৌন সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিদ্যা বালান
- বাংলাদেশের সংগীত নিয়ে নোবেলের ‘কটূক্তি’
- পরীমনিকে নিয়ে যা বললেন ভারতীয় অভিনেতা
- মামলার সব ঝামেলা কাটিয়ে নতুন সিনেমার শুটিংয়ে ফিরেছেন পরীমনি