মে মাসে জেআরসির বৈঠক করতে চায় ঢাকা
নিউজ ডেস্ক

মে মাসে জেআরসির বৈঠক করতে চায় ঢাকা
এক যুগ পর ২০২২ সালে দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে জয়েন্ট রিভার কমিশনের (জেঅরসি) বৈঠক হয়েছে। এবছর মে মাসে ঢাকায় জেআরসির বৈঠক করতে চায় সরকার। এজন্য ভারতের পানিসম্পদ মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারের সংশ্লিষ্ট সূত্র।
এ বিষয়ে জানতে চাইলে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ওয়াটার সামিট উপলক্ষে আয়োজিত এক মাল্টি-স্টেকহোল্ডার বৈঠক শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানান, ঢাকায় জয়েন্ট রিভার কমিশনের বৈঠকের জন্য ভারতের পানিসম্পদ মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত ফেব্রুয়ারিতে চিঠি পাঠিয়ে এই আমন্ত্রণ জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের মন্ত্রীও আমাকে আমন্ত্রণ জানিয়েছেন কলকাতায় জুন মাসে একটি অনুষ্ঠানে। কলকাতা শুনে আমি নিজেই আগ্রহী হয়েছি। কারণ, ওই জায়গাটি আলোচনার জন্য ভালো। তাদের স্থানীয় যারা পানি নিয়ে চিন্তা করেন, তাদের বিভিন্ন ধরনের মতবাদ আছে। সেখানে গেলে তাদের মতামত জানতে পারবো। তাদেরকে আমি নদীর সমস্যার কথা জানিয়েছি এবং তারা বলেছে, আঞ্চলিকভাবে এটি না করা হলে এর সমাধান করা যাবে না। আমরাও মনে করি, কিছু ক্ষেত্রে আঞ্চলিক এবং কিছু ক্ষেত্রে দ্বিপক্ষীয়ভাবে সমাধান হওয়া উচিত।’
- কৃষিপণ্য কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম ‘ফুড ফর ন্যাশন’ উদ্বোধন করে
- দেশে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬৪
- বঙ্গবন্ধুর সাথে ছোট বেলার স্মরণীয় মধুর স্মৃতি
- নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ
- প্রথম ডিজিটাল পদ্ধতিতে উদযাপন হবে আন্তর্জাতিক জাদুঘর দিবস
- করোনা চিকিৎসায় ২০০০ চিকিৎসক, ৫০৫৪ জন নার্স নিয়োগ
- চাষিদের লোকসান ঠেকাতে ক্ষেত থেকে সবজি কিনছে সেনাবাহিনী
- করোনার সময়ে জরুরি সাহায্য পেতে ফোন করুন
- শেখ হাসিনার নেতৃত্বে এদেশের জনগণ ঐক্যবদ্ধ: পানিসম্পদ উপমন্ত্রী
- ঈদের পর ১৪ দিনের কঠোর লকডাউনে মানতে হবে যেসব শর্ত