ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিউজ ডেস্ক

৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ৫শত পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। রবিবার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার আহমার উজ্জামান কঠোর অবস্থানে রয়েছেন। তার কঠোরতায় ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই অংশ হিসাবে ডিবির রবিবার এসআই মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর দিঘারকান্দা থেকে ৫শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আন্তজেলা মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর ইসলামবাগ পাটগুদাম ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
তারা হলো, হাফিজুল ইসলাম, সুহানা বেগম ও লিমন। অপর অভিযানে এসআই দেবাশীষ সাহা গৌরীপুরের কলতাপাড়া বাজার থেকে এককেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান ওরফে রাঙ্গাকে এবং এসআই হাবিবুর রহমান ফুলবাড়ীয়ার বরুকা থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বদিউজ্জামান বালানকে গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- তাড়াইলের এসিল্যান্ড মোঃ আবু রিয়াদ করোনায় আক্রান্ত
- নৌকা চালিয়ে ও টিউশনি করে জিপিএ-৫ পেয়েছে শাপলু
- ডিজিটাল ও জনবান্ধব ময়মনসিংহের ডিসির ব্যতিক্রমী কার্যক্রম
- মারা গেলেন মুক্তিযোদ্ধা প্রলয় মৈত্র
- তারাকান্দায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)’র দায়িত্ব গ্রহন
- ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এসএসসির ৩১ হাজার ৩৩১ খাতা চ্যালেঞ্জে
- সীমান্তের বিপর্যস্ত মানুষের পাশে বিদ্যানন্দ ফাউন্ডেশন
- শেরপুরের নকলায় স্বেচ্ছাশ্রমে আউশ ধান রোপন
- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ফজলুল কবির