শেরপুরের শ্রীবরদীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত
শেরপুরের শ্রীবরদীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উপলক্ষে ৯ নভেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করা হয়। র্যালি ও মেলা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের পরিচালক (রেঞ্জ কমান্ডার) ড. মো. সাইফুর রহমান, বিভিএম, পিএএমএস, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তানজিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, নারী উদ্যোক্তা স্টলের মাধ্যমে সরকারের উন্নয়ন ও উদ্ভাবনী বিষয় তুল ধরেন। পরে বিকেলে আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- ময়মনসিংহে কেওয়াটখালী সেতুর জন্য ২৬০ মিলিয়ন ডলার ঋণ বরাদ্দ
- ভালুকায় শিল্পপতির পা কেটে নেওয়ায় প্রধান আসামীসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব
- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ফজলুল কবির
- রাজধানীর ১৫ থানায় আনসার-ভিডিপির ত্রাণ বিতরণ
- আম্ফানের তাণ্ডবে রাজশাহীতে ঝরে গেছে ২০ শতাংশ আম
- পটুয়াখালীতে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ১২ সেতু
- নৌকা চালিয়ে ও টিউশনি করে জিপিএ-৫ পেয়েছে শাপলু
- মারা গেলেন মুক্তিযোদ্ধা প্রলয় মৈত্র
- নরসুন্দর, রঙমিস্ত্রী ও কর্মহীন ১০০ জনকে জেলা প্রশাসনের সহায়তা