শেরপুর সরকারী কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করলেন হুইপ আতিক
নিউজ ডেস্ক

ছবি- সংগৃহীত
মুজিব জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে শেরপুর সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি ১ ডিসেম্বর বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন ।
এ উপলক্ষে শেরপুর সরকারি কলেজের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় শেরপুর সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন কমিটির আহ্বায়ক প্রফেসর শাহ্ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুিষ্ঠত ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শিব শঙ্কর কারুয়া শিবুর সঞ্চালনায় অনুিষ্ঠত এ অনুষ্ঠােন আরো বক্তব্য রাখেন, শেরপুর সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক খান, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন প্রমুখ।
এসময় শেরপুর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউট, কলেজের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এদিকে ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে হুইপ আতিউর রহমান আতিক এমপি কলেজ প্রাঙ্গণে উপস্থিত হলে তাকে সরকারি কলেজের বিএনসিসির একদল চৌকস সদস্য গার্ড অব অনার এবং সালাম প্রদান করেন। পরে তিনি সালাম ও অভিবাদন গ্রহণ করেন।
পরে কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে হুইপ আতিক এমপি ও অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সদস্যদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- তাড়াইলের এসিল্যান্ড মোঃ আবু রিয়াদ করোনায় আক্রান্ত
- ডিজিটাল ও জনবান্ধব ময়মনসিংহের ডিসির ব্যতিক্রমী কার্যক্রম
- মারা গেলেন মুক্তিযোদ্ধা প্রলয় মৈত্র
- নৌকা চালিয়ে ও টিউশনি করে জিপিএ-৫ পেয়েছে শাপলু
- তারাকান্দায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)’র দায়িত্ব গ্রহন
- শেরপুরের নকলায় স্বেচ্ছাশ্রমে আউশ ধান রোপন
- ত্রিশালে ‘এএসপিটিএস’ কমপ্লেক্স উদ্বোধন করলেন সেনাপ্রধান
- ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এসএসসির ৩১ হাজার ৩৩১ খাতা চ্যালেঞ্জে
- সীমান্তের বিপর্যস্ত মানুষের পাশে বিদ্যানন্দ ফাউন্ডেশন