প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংসদ সদস্য ভবন আধুনিক করা হয়েছে : স্পিকার
নিউজ ডেস্ক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্য ভবনগুলো সংস্কার করে আধুনিক করা হয়েছে। সংসদ সদস্যদের জন্য সুন্দর পরিবেশ ও সুযোগ সুবিধাসম্পন্ন আবাসস্থল নিশ্চিতকরণে আন্তরিকভাবে চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী এসব উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের প্রতি খুবই যত্নবান।
গতকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংস্কারকৃত ৫নং সংসদ সদস্য ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জাতীয় সংসদ ভবনের পাশেই সংসদ সদস্য ভবন প্রাঙ্গণে মীনা বাজার সুপার শপের আউটলেট খোলা হয়েছে। বিষয়টি সংসদ সদস্য ও তাদের পরিবারের জন্য অত্যন্ত সুবিধাজনক।
তিনি আরো বলেন, সবার প্রচেষ্টায় স্বল্প সময়ে জাতীয় সংসদ ভবন ও সংসদ ভবন সংলগ্ন এলাকার নিরাপত্তায় নিয়োজিত সদস্য এবং গণপূর্ত বিভাগের কর্মচারীদের জন্য দুটি ডরমিটরি ভবন নির্মিত হয়েছে। সংসদ-সদস্যরা নিজেদের মধ্যে অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে ভবনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন- গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান প্রমুখ।
- কৃষিপণ্য কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম ‘ফুড ফর ন্যাশন’ উদ্বোধন করে
- দেশে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬৪
- বঙ্গবন্ধুর সাথে ছোট বেলার স্মরণীয় মধুর স্মৃতি
- নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ
- প্রথম ডিজিটাল পদ্ধতিতে উদযাপন হবে আন্তর্জাতিক জাদুঘর দিবস
- করোনা চিকিৎসায় ২০০০ চিকিৎসক, ৫০৫৪ জন নার্স নিয়োগ
- শেখ হাসিনার নেতৃত্বে এদেশের জনগণ ঐক্যবদ্ধ: পানিসম্পদ উপমন্ত্রী
- করোনার সময়ে জরুরি সাহায্য পেতে ফোন করুন
- চাষিদের লোকসান ঠেকাতে ক্ষেত থেকে সবজি কিনছে সেনাবাহিনী
- ঈদের পর ১৪ দিনের কঠোর লকডাউনে মানতে হবে যেসব শর্ত