নেত্রকোনায় আশ্রয়ণ প্রকল্পে তৃতীয় পর্যায়ের ঘর নির্মাণের জমি পরিদর্শন করলেন ডিসি
নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত
মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষের আবাসনের অধিকার নিশ্চিতকল্পে গ্রহণ করেছেন আশ্রয়ন প্রকল্প, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।
বর্তমান সরকারের সময়ে একজন মানুষ গৃহহীন থাকবেনা এই মিশন ও ভিশন কে সামনে রেখে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের প্রতিটি পর্যায়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন জেলা প্রশাসক নেত্রকোনা এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন। গতকাল নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে পরিদর্শন করেন। আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নেত্রকোনা জেলায় ৩৩৩ ঘর নির্মাণ করা হবে। তন্মধ্যে মদন উপজেলায় ৩০টি ঘর নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ে উক্ত উপজেলায় ১৬১টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পূনর্বাসিত করা হয়। উপজেলা নির্বাহি অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা সকলের উপস্থিতিতে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পে তৃতীয় পর্যায়ের ঘর নির্মাণের জমি পরিদর্শন করেন।
এছাড়া একই ইউনিয়নের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- ভালুকায় শিল্পপতির পা কেটে নেওয়ায় প্রধান আসামীসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব
- ময়মনসিংহে কেওয়াটখালী সেতুর জন্য ২৬০ মিলিয়ন ডলার ঋণ বরাদ্দ
- ঝিনাইদহে ‘জিনের আছরে’ নারকেল গাছে নারী, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- রাজধানীর ১৫ থানায় আনসার-ভিডিপির ত্রাণ বিতরণ
- ঈশ্বরগঞ্জে বাদাম চাষীর ভাগ্য বদলের গল্প
- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ফজলুল কবির
- নরসুন্দর, রঙমিস্ত্রী ও কর্মহীন ১০০ জনকে জেলা প্রশাসনের সহায়তা
- মারা গেলেন মুক্তিযোদ্ধা প্রলয় মৈত্র
- আম্ফানের তাণ্ডবে রাজশাহীতে ঝরে গেছে ২০ শতাংশ আম