কিশোরগঞ্জে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা ও জলবায়ু বিপর্যয় রোধে নারী নেতৃত্ব কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত
উন্নত স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠা ও জলবায়ুর বিপর্যয় রোধে নারী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে কিশোরগঞ্জে কর্মশালা হয়েছে।
গতকাল ২ নভেম্বর বুধবার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এসএম খাইরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. এস.এম তারেক আনাম, পাথফাইন্ডারের কান্ট্রি ডিরেক্টর মাহবুবুল আলম, প্রজেক্ট ম্যানেজার আলমগীর হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক বলেন, আমাদের দেশে ভূমিকম্প এবং অগ্নিকা- নিয়ে আগাম কোন প্রস্তুতি নেয়ার সুযোগ থাকে না। কিন্তু বন্যায় আগাম প্রস্তুতি নেয়ার সুযোগ থাকে। বন্যায় মানুষের খাবারের সংকট থাকলেও সরকারি বেসরকারি উদ্যোগে সেগুলি মোকাবেলা করা যায়। ফলে খাদ্য নিয়ে বন্যা দুর্গতদের খুব একটা সমস্যায় পড়তে হয় না।
প.প. বিভাগের উপ-পরিচালক এসএম খাইরুল আমিন বলেন, এখন আমরা কেবল জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কাজ করি না, পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করি। অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যার পাশাপাশি প্রজনন সেবা, প্রসূতি সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন সেবাও দিয়ে থাকি। যাদের সন্তান হয় না, তাদের সন্তান ধারণ বিষয়েও পরামর্শ দিয়ে থাকি। এখন কিশোরীরা প্রজনন স্বাস্থ্য বিষয়ে সেবা নেয়ার ক্ষেত্রে আগের চেয়ে অনেক সচেতন ও সাবলীল হয়েছে। এটা একটা ইতিবাচক পরিবর্তন। প্রাকৃতিক দুর্যোগকালে জনপ্রতিনিধিদেরও কাজে লাগাতে হবে বলে তিনি মন্তব্য করেন। কর্মশালায় বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তর প্রধানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশ নেন।
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- ময়মনসিংহে কেওয়াটখালী সেতুর জন্য ২৬০ মিলিয়ন ডলার ঋণ বরাদ্দ
- ভালুকায় শিল্পপতির পা কেটে নেওয়ায় প্রধান আসামীসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব
- রাজধানীর ১৫ থানায় আনসার-ভিডিপির ত্রাণ বিতরণ
- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ফজলুল কবির
- পটুয়াখালীতে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ১২ সেতু
- আম্ফানের তাণ্ডবে রাজশাহীতে ঝরে গেছে ২০ শতাংশ আম
- মারা গেলেন মুক্তিযোদ্ধা প্রলয় মৈত্র
- নরসুন্দর, রঙমিস্ত্রী ও কর্মহীন ১০০ জনকে জেলা প্রশাসনের সহায়তা
- নৌকা চালিয়ে ও টিউশনি করে জিপিএ-৫ পেয়েছে শাপলু