হ্যান্ডবলে জয় দিয়ে দেশে ফিরছে মেয়েরা
স্পোর্টস ডেস্ক:

হ্যান্ডবলে জয় দিয়ে দেশে ফিরছে মেয়েরা
পঞ্চম ইসলামী সলিডারিটি গেমসে অংশ নিয়ে হ্যান্ডবলে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের মেয়েরা আফগানিস্তানকে হারিয়ে সপ্তম হয়। তুরস্কের কোনিয়া থেকে অন্তত একটা জয় সঙ্গী হয়েছে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের।
পরপর তিন ম্যাচ হারলেও বাংলাদেশ ম্যাচ বাই ম্যাচ গোল বেশি করতে পেরেছে। স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৩৩-১৯ গোলে হারিয়েছে আফগানিস্তানকে।
বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুফলটা গেমসেই পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ঘরোয়া হ্যান্ডবলে বছরব্যাপী নানা টুর্নামেন্ট হলেও বাংলাদেশের ছেলে ও মেয়ে কোনো দলই সেভাবে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায় না। যে কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় গিয়ে ভালো ফলও করতে পারে না।
এর আগে ৮ দেশের নারী হ্যান্ডবলে বাংলাদেশ ছিল ‘এ’ গ্রুপে। প্রথম ম্যাচে বাংলাদেশ ৫১-১০ গোলে হেরেছে স্বাগতিক তুরস্কের কাছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৪২-২০ গোলে হেরেছে উজবেকিস্তানের কাছে এবং তৃতীয় ম্যাচে সেনেগালের কাছে হেরেছে ৪৫-২৫ গোলে।
- খেলাধুলা নাই, ঘাসে ভরে গেছে কক্সবাজার স্টেডিয়াম
- প্রথমবারের মতো ‘স্মার্ট বল’ ব্যবহার করা হবে সিপিএলে
- চুলের নতুন স্টাইল নিয়ে ধরা দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার
- বার্সাই চায় না মেসি থাকুক!
- মাছ ধরেই কাটল মোস্তাফিজের ঈদ
- মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ
- টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক হতে পারেন লুইস
- ক্যারিবীয় কিংবদন্তির দশকসেরা একাদশে সাকিব
- দেশের ৯৭তম টেস্ট ক্রিকেটে অভিষেক শরিফুলের
- মঙ্গলবার টিভিতে যত খেলা