মেশিনারিজ-মালপত্র নিয়ে মোংলায় তিন বিদেশী জাহাজ
নিউজ ডেস্ক

মেশিনারিজ-মালপত্র নিয়ে মোংলায় তিন বিদেশী জাহাজ
বঙ্গবন্ধু রেলওয়ে সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ ও মালপত্র নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে তিনটি বিদেশী জাহাজ। গতকাল সকালে ও দুপুরে এসব জাহাজ বন্দরে নোঙর করেছে।
সকালে বঙ্গবন্ধু রেলসেতুর ৩ হাজার ৩৫২ দশমিক ৩৮৯ টন স্টিল পাইপ নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে পানামা পতাকাবাহী ‘এমভি কুই ইয়া শান’ জাহাজ। একই সময়ে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ৪ হাজার ৭১৬ দশমিক ২৬ টন মেশিনারিজ নিয়ে ৮ নম্বর জেটিতে নোঙর করে পানামার পতাকাবাহী ‘লিবার্টি হারভেস্ট’। দুপুরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ৩ হাজার ৬৩৩ টন মেশিনারি পণ্য নিয়ে রুশ পতাকাবাহী ‘এমভি কামিল্লা’ বন্দরে নোঙর করে।
এমভি কুই ইয়া শান জাহাজের শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্সের কর্মকর্তা মো. শওকত আলী বলেন, ‘২৩৮ প্যাকেজে ৩ হাজার ৩৫২ টন পণ্য নিয়ে জাহাজটি বন্দর জেটিতে নোঙর করেছে। পণ্যগুলো খালাসের প্রক্রিয়া চলছে।’
লিবার্টি হারভেস্টের শিপিং এজেন্ট ইন্টারপ্রেটের পরিচালক মো. শাহীন ইকবাল বলেন, ‘রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালপত্র ৮ নম্বর জেটিতে নোঙর করেছে। চারদিনের মধ্যে এসব পণ্য পুরোপুরি খালাস সম্ভব হবে। খালাস শেষে সড়ক ও নৌ-পথে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।’
এমভি কামিল্লার শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের ম্যানেজার অপারেশন সাধন কুমার চক্রবর্তী বলেন, ‘এই জাহাজে ৩ হাজার ৬৩৩ টন পণ্য আনা হয়েছে। খালাস শেষে এসব পণ্য রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।’
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘দেশের নির্মাণাধীন প্রায় সব মেগা প্রকল্পের মালপত্র মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। দ্রুততম সময়ে এসব পণ্য খালাস হওয়ায় ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহারে আরো বেশি আগ্রহী হচ্ছেন।’
- কৃষিপণ্য কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম ‘ফুড ফর ন্যাশন’ উদ্বোধন করে
- দেশে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬৪
- বঙ্গবন্ধুর সাথে ছোট বেলার স্মরণীয় মধুর স্মৃতি
- নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ
- প্রথম ডিজিটাল পদ্ধতিতে উদযাপন হবে আন্তর্জাতিক জাদুঘর দিবস
- করোনা চিকিৎসায় ২০০০ চিকিৎসক, ৫০৫৪ জন নার্স নিয়োগ
- চাষিদের লোকসান ঠেকাতে ক্ষেত থেকে সবজি কিনছে সেনাবাহিনী
- শেখ হাসিনার নেতৃত্বে এদেশের জনগণ ঐক্যবদ্ধ: পানিসম্পদ উপমন্ত্রী
- করোনার সময়ে জরুরি সাহায্য পেতে ফোন করুন
- ঈদের পর ১৪ দিনের কঠোর লকডাউনে মানতে হবে যেসব শর্ত