বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু, জেনে নিন যা যা লাগবে
নিউজ ডেস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু, জেনে নিন যা যা লাগবে
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার স্নাতক ভর্তি পরীক্ষা ফলাফল কমিটির ২০২১-২২ এর সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।
এতে জানানো হয়েছে, গত ৩ নভেম্বর প্রকাশিত প্রথম মেধা তালিকায় নাম থাকা শিক্ষার্থীরা ৭ নভেম্বর থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভর্তি হতে পারবেন। ভর্তি সংক্রান্ত কার্যাবলী একাডেমিক ভবনের বিজ্ঞান অনুষদের ডিন অফিসের ৩২৩ নং অফিসে সম্পন্ন করা হবে। এক্ষেত্রে বন্ধের দিনও ভর্তি কার্যক্রম চলবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি এবং এইসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষাগুলোর মূল সার্টিফিকেট ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে আসার কথা জানানো হয়।
- মোবাইলে সহজে এসএসসির ফল পেতে যেভাবে নিবন্ধন করবেন
- এসএসসির ফল দ্রুত জানার তিন উপায়
- এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন যেভাবে করবেন
- ১৫ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- স্নাতক পর্যায়ের অসচ্ছল শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি
- এসএসসি: এসএমএসে ফল পেতে নিবন্ধন করেছে ৮ লাখ পরীক্ষার্থী
- এইচএসসি পরীক্ষা কবে থেকে শুরু জানা যাবে আজ
- নন-এমপিও শিক্ষকদের জন্য বিশেষ বরাদ্দ চেয়েছে মন্ত্রণালয়
- শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন সচিব
- এসএসসির ফল প্রকাশ কাল, যেভাবে জানবেন