ডিএনসিসির আরো ১৩টি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা
নিউজ ডেস্ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্তের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আরো ১৩টি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করার ব্যবস্থা নিয়েছে। ডিএনসিসি এলাকায় এ নিয়ে মোট ৪০টি স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃসদনে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে।
সোমবার রাজধানীর ডিএনসিসি নগরভবন থেকে এতথ্য জানানো হয়।
ডিএনসিসির তথ্য কর্মকর্তা এ এস এম মামুন জানান, শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। এসব কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফল সঙ্গে সঙ্গে জানা যাবে। তবে ডেঙ্গু পরীক্ষার জন্য অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে হবে।
স্বাস্থ্য কেন্দ্রগুলো হলো, অঞ্চল-২ (মিরপুর) সূর্যের হাসি ক্লিনিক, বাড়ি নং ১, রোড ৯, ব্লক-ডি, সেকশন-১২, মিরপুর।
রাড্ডা এমসিএইচএফপি সেন্টার, সেকশন-১০, মিরপুর; সূর্যের হাসি ক্লিনিক, রোড ১, ব্লক-এ, সেকশন-১৩ (হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজ সংলগ্ন), মিরপুর।
অঞ্চল-৩ (মহাখালী) সূর্যের হাসি ক্লিনিক, হোল্ডিং নং গ-১০৭৬, ঈদগাহ জামে মসজিদ রোড, শাহজাদপুর। সূর্যের হাসি নেটওয়ার্ক, হাউস নং ৪৫, রোড নং ২, ব্লক-এ, আফতাবনগর। সূর্যের হাসি ক্লিনিক, ৪৬৬/১ শাহিনবাগ, (পশ্চিম নাখাল পাড়া)।
অঞ্চল-৪ (মিরপুর-১০) গোলারটেক, দারুস সালাম থানা মাঠ, মিরপুর-১। ২৬/এ, আহম্মেদ নগর, পাইকপাড়া, মিরপুর-১। ২৭৭/১, মধ্য পীরেরবাগ, মিরপুর। ৬৭৪/১, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর।
অঞ্চল-৫ (কারওয়ান বাজার) ১৩৬, তেজকুনিপাড়া, ফার্মগেইট, তেজগাঁও। ৫২/এ, পশ্চিম রাজাবাজার, শেরে বাংলানগর। বাড়ি নং ৩২৪, রোড নং ৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর।
এর আগে ৫টি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল।
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- ময়মনসিংহে কেওয়াটখালী সেতুর জন্য ২৬০ মিলিয়ন ডলার ঋণ বরাদ্দ
- ভালুকায় শিল্পপতির পা কেটে নেওয়ায় প্রধান আসামীসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব
- রাজধানীর ১৫ থানায় আনসার-ভিডিপির ত্রাণ বিতরণ
- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ফজলুল কবির
- পটুয়াখালীতে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ১২ সেতু
- আম্ফানের তাণ্ডবে রাজশাহীতে ঝরে গেছে ২০ শতাংশ আম
- মারা গেলেন মুক্তিযোদ্ধা প্রলয় মৈত্র
- নরসুন্দর, রঙমিস্ত্রী ও কর্মহীন ১০০ জনকে জেলা প্রশাসনের সহায়তা
- নৌকা চালিয়ে ও টিউশনি করে জিপিএ-৫ পেয়েছে শাপলু