ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার
নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার কওে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত এলাকা গড়তে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ।
এর মাঝে এসআই হারুন অর রশিদের নেতৃত্বে একটি টীম নগরীর গোয়াইলকান্দি এলাকা থেকে ১৮ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ইনজেকশণ বিক্রির প্রায় তিন হাজার টাকা মাদক ব্যবসায়ী আজিজুল ইসলামকে গ্রেফতার করে। সে গোহাইলকান্দি মীরবাড়ির
আব্দুল সাত্তারের ছেলে। এছাড়া জুয়া আইনে ৬জন এবং অন্যান্য মামলায় আরো ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপসহ বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- ভালুকায় শিল্পপতির পা কেটে নেওয়ায় প্রধান আসামীসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব
- ময়মনসিংহে কেওয়াটখালী সেতুর জন্য ২৬০ মিলিয়ন ডলার ঋণ বরাদ্দ
- ঝিনাইদহে ‘জিনের আছরে’ নারকেল গাছে নারী, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- রাজধানীর ১৫ থানায় আনসার-ভিডিপির ত্রাণ বিতরণ
- ঈশ্বরগঞ্জে বাদাম চাষীর ভাগ্য বদলের গল্প
- নরসুন্দর, রঙমিস্ত্রী ও কর্মহীন ১০০ জনকে জেলা প্রশাসনের সহায়তা
- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ফজলুল কবির
- মারা গেলেন মুক্তিযোদ্ধা প্রলয় মৈত্র
- পটুয়াখালীতে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ১২ সেতু