হেফাজতের সহিংসতার মামলায় এ মুহূর্তে জামিন নয় : হাইকোর্ট
নিউজ ডেস্ক

ফাইল ছবি
দেশব্যাপী হেফাজতে ইসলামীর সংঘর্ষের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দায়ের করা এক মামলায় ডিপ্লোমা প্রকৌশলী ফেরদৌস খান রানাকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে আদালত বলেছেন, এ মুহূর্তে হেফাজত সংশ্লিষ্ট মামলায় জামিন দেব না।
মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ছিলেন জামিন আবেদনকারীর পক্ষে। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামীর কর্মীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়।
এর মধ্যে পুলিশের কর্তব্যে বাধা দেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় করা মামলায় ডিপ্লোমা প্রকৌশলী ফেরদৌস খান রানাকে গত ৮ এপ্রিল গ্রেফতার দেখানো হয়।
এ মামলায় আজ সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন রানার জামিন আবেদন উপস্থাপন করলে শুনানি শেষে আদালত এ মন্তব্য করেন।
- ‘ভার্চুয়ালের দিকে এগিয়ে না গেলে বিচার বিভাগ পিছিয়ে পড়বে’
- পাঁচ মাস পর খুলেছে উচ্চ আদালত
- মুক্তি পেলেন ১৭০ কারাবন্দী
- বিজিবির ১১৯ মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের প্রজ্ঞাপন স্থগিত
- হেফাজতের সহিংসতার মামলায় এ মুহূর্তে জামিন নয় : হাইকোর্ট
- গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির রিটের শুনানি আজ
- টিকটকে অশালীন ভিডিও বন্ধে নোটিশ
- পাপুলকে ২১ দিন কুয়েতের কারাগারে রাখার নির্দেশ
- ভার্চুয়াল শুনানিতে ১৪৪ আসামির জামিন
- ধর্ষণ মামলা আপস করার ক্ষমতা ইউনিয়ন পরিষদের নেই