ভিয়েতনাম যুদ্ধের চেয়েও করোনায় বেশি প্রাণহানি যুক্তরাষ্ট্রে
অনলাইন ডেস্ক

১৯৫৯ থেকে ১৯৭৫ সাল—এই দীর্ঘমেয়াদি ভিয়েতনাম যুদ্ধে প্রায় ৫৮ হাজার মার্কিন সেনা নিহত হয়েছিল। অথচ শুধুমাত্র ৯০ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা ৫৯ হাজার ২৬৬ জন। যা ভিয়েতনাম যুদ্ধে নিহত হওয়া মার্কিন সেনাবাহিনীর সদস্যদের চেয়ে বেশি।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এর বরাত দিয়ে এমন তথ্য জানা যায়। তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৭৬৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ২৩৮ জন।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে নিউইয়র্কে। অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত মোট ৩ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৪৪ জনের।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে ৯০ দিন আগে। তবে ভিয়েতনামে এখনও করোনাভাইরাসে কোনো মৃত্যু হয়নি। দেশটিতে এ পর্যন্ত ২৭০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ২২২ জন সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। এখন পর্যন্ত বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ২ লাখ ১৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আর আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৩৮ হাজার ১১৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯ লাখ ৫৫ হাজার ৭৭০ জন।
- সোনিয়া গান্ধীর হাতেই থাকছে কংগ্রেসের নেতৃত্ব
- বাংলাদেশের সঙ্গে আরো জোরালো সম্পর্ক গড়ার উদ্যোগ ভারতের
- ‘বৈশ্বিক সম্পর্কের দিকে’ এগোচ্ছে চীন!
- ভিয়েতনাম যুদ্ধের চেয়েও করোনায় বেশি প্রাণহানি যুক্তরাষ্ট্রে
- গত ২৪ ঘণ্টায় এক লাখ ২৫ হাজার আক্রান্ত
- সিরিয়ায় বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ৪০
- ট্রাম্প জাতিসংঘে ‘রাজনৈতিক ভাইরাস’ ছড়াচ্ছে: চীন
- মৃতের সংখ্যা তিন লাখ ৬৭ হাজার ছুঁইছুঁই
- করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের
- নাভালনিকে নিরাশ করেনি ভোটাররা