সুস্বাদু কাপ কেক তৈরির রেসিপি
নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত
কেক খেতে সবাই ভালোবাসেন। এই কেক তৈরি করতে বেশি ঝামেলাও পোহাতে হবে না। স্বল্প উপকরণেই ঝটপট তৈরি করে নিতে পারবেন সুস্বাদু কাপ কেক। বড় কিংবা ছোট সবারই মন কেড়ে নেবে স্বাস্থ্যকর এই কাপ কেক। চলুন এবার জেনে নেয়া যাক রেসিপিটি-
উপকরণ: দুই টেবিল চামচ ময়দা, এক চিমটি বেকিং পাউডার, দুই টেবিল চামচ কোকো পাউডার, দুই টেবিল চামচ দুধ, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, দুই চা চামচ সাদা তেল, এক চিমটি লবণ, দুই টেবিল চামচ চিনি।
প্রণালী: একটি মাঝারি মাপের পাত্রে ময়দা, কোকো পাউডার, চিনি আর লবণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মাইক্রোওয়েভ প্রুফ একটি কাপে দুধের সঙ্গে মিশ্রণটি ঢেলে সাদা তেল, ভ্যানিলা এসেন্স এবং বেকিং পাউডার মিশিয়ে ফেটাতে থাকুন। যতক্ষণ না পেস্ট তৈরি হচ্ছে ততক্ষণ ভালো করে ফেটাতে থাকুন।
এবার মাইক্রোওয়েভে কাপটা দিয়ে ৭০ সেকেন্ড গরম করুন। ৭০ সেকেন্ড পর কাপ কেকের মধ্যে একটি টুথপিক ঢুকিয়ে বের করে দেখুন। যদি টুথপিকের গায়ে কিছু লেগে না থাকে, তবে বুঝতে হবে কেক হয়ে গেছে। এবার ঠাণ্ডা করে পরিবেশন করুন।
- ইফতারে প্রাশান্তি দেবে দই বেলের লাচ্ছি
- সুস্বাদু কাপ কেক তৈরির রেসিপি
- অল্প উপকরণে ঝটপট তৈরি করুন মচমচে জিলাপি
- ২৪ ঘণ্টায় কতবার চিন্তা করেন, হিসাব করেছেন কি?
- মৌরির গুণেই ত্বক হবে উজ্জ্বল ও দাগহীন
- ওজন কমাতে মেথি ব্যবহার করবেন যেভাবে
- বাড়ির প্রবীণরা থাকুক যত্নে
- প্রতিবেশী করোনায় আক্রান্ত? জেনে নিন করণীয়
- মস্তিষ্ককে সক্রিয় করার কিছু অসাধারণ কৌশল
- যেসব কারণে ব্যবহার করবেন মাটির পাত্র