ট্রাম্প জাতিসংঘে ‘রাজনৈতিক ভাইরাস’ ছড়াচ্ছে: চীন
আন্তর্জাতিক ডেস্ক

ছবি- সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে ‘রাজনৈতিক ভাইরাস’ ছড়াচ্ছে বলে অভিযোগ করছে চীন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে ট্রাম্প করোনাভাইরাস নিয়ে চীনকে কড়া ভাষায় আক্রমণের পর বেইজিং এই অভিযোগ আনলো।
মঙ্গলবার জাতিসংঘের চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুন সাংবাদিকদের বলেন, যখন আন্তর্জাতিক সম্প্রদায় করোনাভাইরাসের বিরুদ্ধে সত্যিকার অর্থেই কঠিন লড়াই করছে, তখন সাধারণ অধিবেশনে রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র।
ঝ্যাং জুন বলেন, আমি জোর দিয়ে বলতে চাই যে যুক্তরাষ্ট্রের কথাবার্তা জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ পরিবেশের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
এর আগে সাধারণ পরিষদে দেয়া বক্তৃতায় ট্রাম্প করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বলে অভিহিত করেন। বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করেন ট্রাম্প। আর এই ভাইরাস ছড়ানোর অভিযোগ তুলে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বের প্রতি আহ্বানও জানান তিনি।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই চীনের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছেন ট্রাম্প। প্রাণঘাতী এই ভাইরাসে সবচেয়ে বেশি দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এককভাবে এটাই সর্বোচ্চ।
- সোনিয়া গান্ধীর হাতেই থাকছে কংগ্রেসের নেতৃত্ব
- বাংলাদেশের সঙ্গে আরো জোরালো সম্পর্ক গড়ার উদ্যোগ ভারতের
- ‘বৈশ্বিক সম্পর্কের দিকে’ এগোচ্ছে চীন!
- ভিয়েতনাম যুদ্ধের চেয়েও করোনায় বেশি প্রাণহানি যুক্তরাষ্ট্রে
- গত ২৪ ঘণ্টায় এক লাখ ২৫ হাজার আক্রান্ত
- সিরিয়ায় বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ৪০
- ট্রাম্প জাতিসংঘে ‘রাজনৈতিক ভাইরাস’ ছড়াচ্ছে: চীন
- মৃতের সংখ্যা তিন লাখ ৬৭ হাজার ছুঁইছুঁই
- করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের
- নাভালনিকে নিরাশ করেনি ভোটাররা