গাংনীতে বিএনপির মেয়র প্রার্থী ভোটারদের সাড়া পাচ্ছে না
নিউজ ডেস্ক

আসাদুজ্জামান বাবলু
মেহেরপুরে গাংনী পৌরসভার নির্বাচনে ভোটারদের সাড়া পাচ্ছেন না বিএনপি প্রার্থী আসাদুজ্জামান বাবলু। দ্বিতীয় দফায় আগামী ১৬ জানুয়ারি এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। তবে বাবলুর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে নাশকতা চালানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাই তার নির্বাচনী প্রচারণা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন উপজেলা ও জেলা বিএনপির অধিকাংশ নেতাকর্মী।
বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, গত পৌর নির্বাচনে ধানের শীষের প্রতীক ইনসারুল হক ইনসু ভোট পেয়েছিলেন মাত্র ৭৯৪ ভোট। এবারও সেই আতঙ্কে ভুগছি আমরা। পৌরসভার নাগরিকদের মাঝেও পরিচ্ছন্ন মানসিকতার মেয়র প্রার্থীদের প্রাধান্য বেশি। গাংনীতে বিএনপির মেয়রপ্রার্থী হিসেবে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও জেলা ও উপজেলায় বিরাজ করছে একাধিক গ্রুপ। ফলে কেউই মাঠে নেই।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, দলীয় হাইকমান্ডের নির্দেশেই বিএনপি থেকে গাংনী পৌর নির্বাচনে মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান বাবলু। আমরা তার পক্ষেই নির্বাচনী মাঠে আছি। প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি।
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- ময়মনসিংহে কেওয়াটখালী সেতুর জন্য ২৬০ মিলিয়ন ডলার ঋণ বরাদ্দ
- ভালুকায় শিল্পপতির পা কেটে নেওয়ায় প্রধান আসামীসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব
- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ফজলুল কবির
- রাজধানীর ১৫ থানায় আনসার-ভিডিপির ত্রাণ বিতরণ
- আম্ফানের তাণ্ডবে রাজশাহীতে ঝরে গেছে ২০ শতাংশ আম
- পটুয়াখালীতে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ১২ সেতু
- নৌকা চালিয়ে ও টিউশনি করে জিপিএ-৫ পেয়েছে শাপলু
- মারা গেলেন মুক্তিযোদ্ধা প্রলয় মৈত্র
- নরসুন্দর, রঙমিস্ত্রী ও কর্মহীন ১০০ জনকে জেলা প্রশাসনের সহায়তা