বিশ্বের সবচেয়ে খাটো পুরুষের খেতাব পেলেন ইরানের আফশিন
নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে খাটো পুরুষের খেতাব পেলেন ইরানের আফশিন
বিশ্বের সবচেয়ে খাটো পুরুষ হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে ইরানের বাসিন্দা আফশিন ইসমায়েল গাদেরজাদেহের।
গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২০ বছর বয়সী আফশিনের এই উচ্চতা রেকর্ড করে গিনেস কর্তৃপক্ষ।
আফশিনের উচ্চতা মাত্র ৬৫.২৪ সেমি বা ২ ফুট ১.৬ ইঞ্চি যা পূর্বতন রেকর্ডধারীর চেয়ে ৭ সেমি কম। এর আগে এই রেকর্ড ছিল কলাম্বিয়ার ৩৬ বছর বয়সী এডওয়ার্ড নিনো হার্নান্দেজের।
এই উচ্চতা পরিমাপ দেয়ার জন্য আফশিন গিনেসের দুবাই অফিসে আসেন। সেখানে হেয়ার স্টাইলিস্ট ও টেইলারদের সাথে সময় কাটানোর পাশাপাশি তার বাকেট লিস্টে থাকা বিশ্বের সবচেয়ে সুউচ্চ ভবন বুর্জ খলিফা পরিদর্শন করেন।
ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বুকান কাউন্টিতে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রামে আফশিন বাবা-মার সঙ্গে বাস করেন। কথা বলেন ফার্সি উপভাষা কুর্দি এবং ফার্সি উভয় ভাষায়। মাত্র ৭০০ গ্রাম বা ১.৫ পাউন্ড ওজন নিয়ে জন্মগ্রহণ করেন আফশিন। এখন তার ওজন মাত্র সাড়ে ছয় কেজি বা ১৪.৩ পাউন্ড।
উত্তর ইরানে আফশিনের জীবন সহজ ছিল না। তার আকারের কারণে স্কুলে যেতে পারেননি কখনো। এছাড়াও শারীরিক অক্ষমতা তো ছিলই। সব সময় দুর্বল থাকতেন আফশিন। ছোটবেলায় সেখানে চিকিৎসাও করাতে পারেননি আফশিনের বাবা-মা। তবে আফশিনের শারীরিক দুর্বলতা থাকলেও তার কোনো মানসিক সমস্যা নেই। বর্তমানে তার বয়স ২০ বছর।
কম উচ্চতার জন্য তার বাবার মতো নির্মাণ শ্রমিকের পেশায় যেতে পারেননি আফশিন। সত্যিকারে বুকান কাউন্টির ওই প্রত্যন্ত গ্রামে আফশিনের করার মতো কোনো কাজই নেই।
আফশিনের সময় কাটে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে এবং কার্টুন দেখে। আফশিন ফুটবল খেলা দেখতেও ভালোবাসেন। তার প্রিয় ফুটবল খেলোয়াড়রা হলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী আলি দাই (ইরান) এবং ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)।
নিজের এলাকায় আফশিন খুবই জনপ্রিয় তার আচার-ব্যবহারের জন্য। মানুষকে যতটা পারেন সবসময় সাহায্য করেন এবং হাসিখুশি থাকেন। এজন্য এলাকার মানুষও খুব ভালোবাসেন তাকে। তার এই রেকর্ডের জন্য বাবা-মা সহ প্রতিবেশীরাও খুশি।
- সোনিয়া গান্ধীর হাতেই থাকছে কংগ্রেসের নেতৃত্ব
- বাংলাদেশের সঙ্গে আরো জোরালো সম্পর্ক গড়ার উদ্যোগ ভারতের
- ‘বৈশ্বিক সম্পর্কের দিকে’ এগোচ্ছে চীন!
- ভিয়েতনাম যুদ্ধের চেয়েও করোনায় বেশি প্রাণহানি যুক্তরাষ্ট্রে
- গত ২৪ ঘণ্টায় এক লাখ ২৫ হাজার আক্রান্ত
- সিরিয়ায় বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ৪০
- ট্রাম্প জাতিসংঘে ‘রাজনৈতিক ভাইরাস’ ছড়াচ্ছে: চীন
- মৃতের সংখ্যা তিন লাখ ৬৭ হাজার ছুঁইছুঁই
- করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের
- নাভালনিকে নিরাশ করেনি ভোটাররা