ফখরুলের অন্তরে বিষ আর বিষ
নিউজ ডেস্ক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশের উন্নয়ন বিএনপি মেনে নিতে পারেনি। এ জন্য বিএনপির নেতারা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিবের অন্তরে বিষ আর বিষ বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি রাজধানীর ধোলাইখালে আওয়ামী লীগের সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি সরকারের উন্নয়ন দেখতে পারে না। মির্জা ফখরুল নামের এক লোক আছে। তাকে দেখতে মনে হয় ভদ্রলোক। তবে অন্তরে তার বিষ আর বিষ। বাংলাদেশের সেরা মিথ্যাচার তিনি করেছেন, সেরা প্যাথলজিক্যাল লায়ারের নাম মির্জা ফখরুল।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা বলেন সরকার দুর্নীতি করেছে। কিন্তু যারা বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন করেছে তাদের মুখে এসব কথা মানায় না। দলটির দুটি গুণ- দুর্নীতি আর মানুষ খুন।’
আওয়ামী লীগ সরকার কোনো দুর্নীতি করেনি দাবি করে তিনি বলেন, ‘আমরা বলতে চাই, দুর্নীতিবাজ হলে সরকার এত প্রকল্পের বাস্তবায়ন করতে পারতো না। সরকার দেশকে চুরির হাত থেকে বাঁচিয়েছে। দেশের রাজনীতিকে গণতান্ত্রিক করেছেন শেখ হাসিনা।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা চুরি করলে পদ্মা সেতু হতো না। একের পর এক উড়াল সড়ক, মেট্রো রেল, কর্ণফুলি টানেলের মতো প্রজেক্ট হতো না। শেখ হাসিনা আজ আশ্রয়ণের মাধ্যমে দরিদ্র মানুষের থাকার ব্যবস্থা করেছেন। তিনি চান কোনো মানুষ যেন আশ্রয়হীন না থাকেন।’
সরকারের উন্নয়নের উপকারভোগী সাধারণ মানুষ। তাই তারা বিএনপির কোনো আন্দোলনের ফাঁদে পা দেবে না বলেও জানান তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ক্ষমতায় যেতে বেপরোয়াভাবে ড্রাইভিং করছে। কিন্তু তাদের সেই আন্দোলনের গাড়ি খাদে পড়ে গেছে। এই আন্দোলন আর মরা গাঙে কখনো জোয়ার আসবে না।’
সমাবেশে সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ দলটির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
- যৌবনকালে পরীমনির মতোই উশৃঙ্খল ছিলেন খালেদা জিয়া
- পরীমনিকে অশ্লীল সিনেমায় অভিনয় করার সুযোগ করে দেয় তারেক
- আল-জাজিরা গণমাধ্যম নাকি জঙ্গি সংগঠন
- মিয়া খলিফাকে পিছনে ফেললো শামা ওবায়েদের পর্ন ভিডিও
- বিএনপির ব্যর্থতা স্বীকার করলেন মির্জা ফখরুল
- জাইমা নয়, ইশরাকের পছন্দ জাফিয়া রহমানকে
- মদ, জুয়া ও স্ত্রীকে মারধর করে নতুন বছর শুরু করলেন তারেক!
- আওয়ামী লীগের বিয়ন্ড দ্য প্যানডেমিকের সপ্তম পর্ব শনিবার
- ‘গুজব কিং’ হিসেবে কুখ্যাতি পেয়েছে তাসনিম খলিল
- একাধিক বিয়ে ও পরকীয়ার অভিযোগ তুললেন প্রথম স্বামী হাবিব