সিলেটের বোলিং তোপে ১০০ রানও করতে পারল না চট্টগ্রাম
নিউজ ডেস্ক

সিলেটের বোলিং তোপে ১০০ রানও করতে পারল না চট্টগ্রাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসরের প্রথম ম্যাচেই দেখা গেছে বোলারদের আধিপত্য। যেখানে সিলেটের বোলারদের তোপে রান তুলতে চট্টগ্রামের ব্যাটারদের রীতিমতো সংগ্রাম করতে হয়েছে।
নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রামের সংগ্রহ নয় উইকেটে ৮৯ রান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বল হাতে প্রথম ওভারে মাত্র ১ রান দেন তিনি।
ইনিংসের তৃতীয় ওভারে রান আউটের শিকার হন মেহেদী মারুফ। নবম আসরের প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরার আগে তিনি করেন ১১ রান। সেই শুরুর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি চট্টগ্রাম। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন। এছাড়া আল আমিন জুনিয়র আউট হন ১৮ রানে। এছাড়া আর কোনো ব্যাটারই দুই অংকের ঘরে রান করতে পারেননি।
বোলারদের দিনে আলো ছড়িয়েছেন রেজাউর রহমান রাজা। তিনি একাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া মোহাম্মদ আমির দুটি এবং কলিন আকারম্যান ও মাশরাফী বিন মোর্ত্তজা একটি করে উইকেট শিকার করেন।
- খেলাধুলা নাই, ঘাসে ভরে গেছে কক্সবাজার স্টেডিয়াম
- প্রথমবারের মতো ‘স্মার্ট বল’ ব্যবহার করা হবে সিপিএলে
- বার্সাই চায় না মেসি থাকুক!
- মাছ ধরেই কাটল মোস্তাফিজের ঈদ
- মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ
- টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক হতে পারেন লুইস
- দেশের ৯৭তম টেস্ট ক্রিকেটে অভিষেক শরিফুলের
- চুলের নতুন স্টাইল নিয়ে ধরা দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার
- ক্যারিবীয় কিংবদন্তির দশকসেরা একাদশে সাকিব
- প্রতি দুই বছর পরপর ফুটবল বিশ্বকাপের প্রস্তাব সৌদির