ডিজিটাল থেকে স্মার্ট হচ্ছে বাংলাদেশ
নিউজ ডেস্ক

ডিজিটাল থেকে স্মার্ট হচ্ছে বাংলাদেশ
নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট হচ্ছে। সে লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে মনযোগী করতেই ল্যাপটপ বিতরণসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হচ্ছে।
দিনাজপুর জেলার বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে সরকারিভাবে প্রাপ্ত ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে সরকারি করেছেন, এক লাখের ওপরে শিক্ষক সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এ পদক্ষেপ অন্য কেউ নেয়নি। সরকার ১১টি প্রকল্পের মাধ্যমে প্রাথমিক স্তরে ল্যাপটপ বিতরণ করছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছেন বলেই ছাত্রছাত্রীরা সমগ্র পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারছে। এই পথটি তৈরি করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার। অতীতের কোনো সরকার এ কাজ করেনি।
শিক্ষকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের জন্য শিগগিরই স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করবেন উল্লেখ করে তিনি আরো বলেন, আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সন্তানদের ভিত্তি তৈরিতে শিক্ষকদের আরো মনযোগী হতে হবে।
- কৃষিপণ্য কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম ‘ফুড ফর ন্যাশন’ উদ্বোধন করে
- দেশে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬৪
- বঙ্গবন্ধুর সাথে ছোট বেলার স্মরণীয় মধুর স্মৃতি
- নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ
- করোনা চিকিৎসায় ২০০০ চিকিৎসক, ৫০৫৪ জন নার্স নিয়োগ
- প্রথম ডিজিটাল পদ্ধতিতে উদযাপন হবে আন্তর্জাতিক জাদুঘর দিবস
- চাষিদের লোকসান ঠেকাতে ক্ষেত থেকে সবজি কিনছে সেনাবাহিনী
- করোনার সময়ে জরুরি সাহায্য পেতে ফোন করুন
- শেখ হাসিনার নেতৃত্বে এদেশের জনগণ ঐক্যবদ্ধ: পানিসম্পদ উপমন্ত্রী
- ঈদের পর ১৪ দিনের কঠোর লকডাউনে মানতে হবে যেসব শর্ত