দাবার অলিম্পিয়াডে বাবা-ছেলে
স্পোর্টস ডেস্ক:

দাবার অলিম্পিয়াডে বাবা-ছেলে
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তার ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দুজনই অংশ নিচ্ছেন এবারের দাবা অলিম্পিয়াডের । বুধবার বাংলাদেশ দল দাবা অলিম্পিয়াডে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে।
২৯ আগস্ট চেন্নাইয়ে বিশ্ব দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পুরুষ ও নারী উভয় বিভাগে খেলবে।
জাতীয় চ্যাম্পিয়নশীপে শীর্ষ পাঁচে থাকায় তাহসিন প্রথমবারের মতো এই সুযোগ পেয়েছেন। গ্র্যান্ডমাস্টার জিয়া অসংখ্যবার অলিম্পিয়াডে খেলেছেন। এবার ছেলে সহ যাওয়ায় অন্য অলিম্পিয়াডের তুলনায় খানিকটা ভিন্ন অনুভূতি বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের।
তিনি বলেন, ‘বাবা-ছেলে দুজনই খেলতে যাচ্ছি । তাই অন্য অলিম্পিয়াডের চেয়ে এবার আমার কাছে আলাদা।’
তাহসিন বলেন, ‘ছোট থাকতে বাবা অলিম্পিয়াডে আমাকে ও মা’কে নিয়ে যেতেন। স্বপ্ন দেখতাম অলিম্পিয়াডে খেলার। এটা খুব দ্রুত পূরণ হচ্ছে। বাবার সঙ্গে খেলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব এর অনুভূতি সম্পূর্ণ আলাদা।’
ভারতগামী বাংলাদেশ অলিম্পিয়াড দলে রয়েছেন আরো দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ।
পাঁচ জনের মধ্যে চার জন বোর্ডে খেলার সুযোগ পাবেন। জিয়া দলের ভালো করার পাশাপাশি আরেকটি আশা নিয়ে সফরে যাচ্ছেন।
জিয়া বলেন, ‘দল হিসেবে আমরা অবশ্যই ভালো অবস্থানে থাকতে চাই সেই আশা তো রয়েছেই পাশাপাশি তাহসিন আন্তর্জাতিক মাস্টার নর্ম পূরণ করুক। সেটাও চাই।’
জিয়ার পুত্রও নিজের প্রতি আত্মবিশ্বাসী, ‘আমি বোর্ডে খেলার সুযোগ পেলে অবশ্যই ভালো কিছু করতে চাই। কয়েক রাউন্ড খেলতে পারলে আশা করি নর্ম হতেও পারে।’
জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য এই অলিম্পিয়াডের জন্য মুখিয়ে আছেন, ‘জিয়া ও তাহসিন দুজনই বিশ্ব দাবার সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের জন্য খেলবে এটা আমার জন্য বিশেষ এক মুহূর্ত। বাবা ও ছেলে উভয়ের জন্য শুভকামনা।’
জিয়া ও তাহসিন দেশে-বিদেশে একে অন্যের মুখোমুখি হয়েছেন অনেকবার। দুই দিন পর বিশ্ব দাবার সর্বোচ্চ আসরে খেলতে রওয়ানা হবেন তারা।
- খেলাধুলা নাই, ঘাসে ভরে গেছে কক্সবাজার স্টেডিয়াম
- প্রথমবারের মতো ‘স্মার্ট বল’ ব্যবহার করা হবে সিপিএলে
- চুলের নতুন স্টাইল নিয়ে ধরা দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার
- বার্সাই চায় না মেসি থাকুক!
- মাছ ধরেই কাটল মোস্তাফিজের ঈদ
- মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ
- টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক হতে পারেন লুইস
- ক্যারিবীয় কিংবদন্তির দশকসেরা একাদশে সাকিব
- দেশের ৯৭তম টেস্ট ক্রিকেটে অভিষেক শরিফুলের
- মঙ্গলবার টিভিতে যত খেলা