পদ্মা সেতু প্রধানমন্ত্রীর একক সাহসী নেতৃত্বের সোনালী ফসল: কাদের
মুন্সীগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণে যেসব সফলতা, অবদান ও কৃতিত্ব সবকিছু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দৃশ্যমান পদ্মা সেতু শেখ হাসিনার একক সাহসী নেতৃত্বের সোনালী ফসল।
শনিবার বিকাল তিনটার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের টোলপ্লাজার নিকট তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক সেতু নির্মাণ থেকে সরে গিয়েছিল। প্রধানমন্ত্রী অত্যন্ত সংকটজনক সময়ে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি, আমার পার্টি সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি।
পদ্মা সেতু নির্মাণে সেনাবাহিনীর ভূমিকা উল্লেখ করে সড়কমন্ত্রী বলেন, হলি আর্টিজন হামলার পর পদ্মা সেতুতে হামলার ষড়যন্ত্র ছিল। সেনাবাহিনীর উপস্থিতি এক্ষেত্রে কতটা কাজে লেগেছে তা বাস্তবে হাড়ে হাড়ে টের পেয়েছি। বিদেশি প্রকৌশলী, পরামর্শকরা চলে যেতে চেয়েছিলে। এইরকম প্রতিকূল পরিবেশে সেনাবাহিনী সদস্যরা সাহস যুগিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক, মুন্সীগঞ্জ- ২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ ৩ আসনের এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- ভালুকায় শিল্পপতির পা কেটে নেওয়ায় প্রধান আসামীসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব
- ময়মনসিংহে কেওয়াটখালী সেতুর জন্য ২৬০ মিলিয়ন ডলার ঋণ বরাদ্দ
- ঝিনাইদহে ‘জিনের আছরে’ নারকেল গাছে নারী, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- রাজধানীর ১৫ থানায় আনসার-ভিডিপির ত্রাণ বিতরণ
- নরসুন্দর, রঙমিস্ত্রী ও কর্মহীন ১০০ জনকে জেলা প্রশাসনের সহায়তা
- নৌকা চালিয়ে ও টিউশনি করে জিপিএ-৫ পেয়েছে শাপলু
- মারা গেলেন মুক্তিযোদ্ধা প্রলয় মৈত্র
- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ফজলুল কবির
- পটুয়াখালীতে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ১২ সেতু