গুগল পিক্সেল ফোনের স্ক্রিন লক নিরাপদ নয়, বলছেন বিশেষজ্ঞরা
নিউজ ডেস্ক

গুগল পিক্সেল ফোনের স্ক্রিন লক নিরাপদ নয়, বলছেন বিশেষজ্ঞরা
নিজের স্মার্টফোনকে নিরাপদ রাখতে অনেকেই স্ক্রিন লক ব্যবহার করছেন। তবে এই স্ক্রিন লক কতটুকু নিরাপদ, এই প্রশ্নের উত্তরে বের হয়ে এলো কপালে ভাঁজ পড়ার মতো তথ্য।
সম্প্রতি একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ দাবি করেছেন, আপনার ফোনটি যদি হয় গুগল পিক্সেলের তবে আপনার ফোনের স্ক্রিন লকটি নিরাপদ নয়।
ডেভিড সাশচ নামের এই সাইবার সিকিউরিটি এক্সপার্ট বলেন, বাইবাস ব্যবহার করে যেকেউ স্ক্রিন লক ফিচারটি আনলক করতে পারবেন।
তিনি বলেন, আমি কয়েকবার গুগল পিক্সেল ফোনের পাসকোড ছাড়াই স্ক্রিন আনলক করেছি। এটিই মনে হয় আমার সবচেয়ে শক্তিশালী বাগ। যার মাধ্যমে আমি গুগল পিক্সেল ফোনের স্ক্রিন আনলক করতে পেরেছি।
এই বিশেষজ্ঞ আরও বলনে, প্রথমে আমি ভুল পিন প্রবেশ করাই। পরে সিম কার্ড লক হয়ে যায়। এরপরে পাক কোড ব্যবহার করতেই সিম কাড আনলক হয়। সঙ্গে সঙ্গে আমার ফোনটিও আনলক হয়ে যায়। যা খুবই বিরক্তিকর। কারণ আমার ফোনটি আগেই লক করা ছিল। কোনো প্রকার পাসকোড ছাড়াই এটি আনলোক হয়ে যাচ্ছে।তিনি বলেন, আমি একাধিকবার এই কাজ করেছি। প্রতিবারই একই ফলাফল এসেছে। এর দ্রুত সমাধান দরকার। নাহলে যেকেউ আপনার ফোনটি আনলক করে ফেলতে পারে।
- দেশে মোবাইল টাওয়ার থেকে মিলবে ফ্রি ওয়াইফাই
- স্টার্টআপদের দক্ষতা বাড়াতে শুরু হচ্ছে ‘আইডিয়াথন’
- সব কাজ ডিজিটালি করার পথ খুলছে
- এক দশক পর নতুন সংস্করণে উইকিপিডিয়া
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনকের জন্মদিন
- রকেটের গতিতে ইন্টারেট দেবে আল্ট্রা ব্রডব্যান্ড
- পরিচয়পত্র পাবেন ফ্রিল্যান্সাররা
- গুগল ক্রোমে আসছে একাধিক পরিবর্তন
- ঘরে বসে আয় করার সেরা পাঁচ অ্যাপ
- ডিজিটাল নথি যুগে প্রবেশ করছে বাংলাদেশ: পলক