ঢাকা টেস্টে বাংলাদেশের দারুণ শুরু
নিউজ ডেস্ক

ঢাকা টেস্টে বাংলাদেশের দারুণ শুরু
চট্টগ্রামে হারের পর সিরিজে ঘুরে দাঁড়াতে ঢাকা টেস্টে বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। এমন ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দিনের শুরুটা দারুণ করেছেন দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত।
মিরপুরের শিশির ভেজা উইকেটে দুর্দান্ত বোলিং করছেন ভারতীয় পেসাররা। তাদেরকে বেশ ভালোভাবেই সামলাচ্ছেন শান্ত ও জাকির। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ১৮ রান। জাকির ১০ ও শান্ত ৮ রান নিয়ে ব্যাট করছেন।
আজ পেসার এবাদত হোসেনের পরিবর্তে ঢাকা টেস্টের দলে নেয়া হয়েছে তাসকিন আহমেদকে এবং ইয়াসির আলী রাব্বির পরিবর্তে দলে নেয়া হয়েছে মুমিনুল হককে।
প্রথম টেস্টে রাব্বিকে ব্যাট করানো হয়েছিলো তিন নম্বরে। কিন্তু যারপরনাই ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। এ কারণেই মূলত তিন নম্বরে এখনও পর্যন্ত বাংলাদেশের সেরা ব্যাটার মুমিনুল হককে দলে ফিরিয়ে আনা হয়েছে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম তাসকিন আহমেদ, খালেদ আহমেদ।
ভারতীয় একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।
- খেলাধুলা নাই, ঘাসে ভরে গেছে কক্সবাজার স্টেডিয়াম
- প্রথমবারের মতো ‘স্মার্ট বল’ ব্যবহার করা হবে সিপিএলে
- বার্সাই চায় না মেসি থাকুক!
- মাছ ধরেই কাটল মোস্তাফিজের ঈদ
- টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক হতে পারেন লুইস
- মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ
- দেশের ৯৭তম টেস্ট ক্রিকেটে অভিষেক শরিফুলের
- চুলের নতুন স্টাইল নিয়ে ধরা দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার
- ক্যারিবীয় কিংবদন্তির দশকসেরা একাদশে সাকিব
- প্রতি দুই বছর পরপর ফুটবল বিশ্বকাপের প্রস্তাব সৌদির