আমার বিয়ে হবে ধুমধাম ভাবে : পূজা চেরি
নিউজ ডেস্ক

জনপ্রিয় নায়িকা পূজা চেরি।
আমার এবং আমার পরিবারের ইচ্ছে, আমার বিয়ে খুব ধুমধাম ভাবে হবে। আমার যারা কাছের মানুষ আছেন তাদের সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবেন। আমি সবাইকেই আমার বিয়েতে দেখতে চাই। এছাড়া আপনাদের (সাংবাদিক) জানিয়েই বিয়ের পিঁড়িতে বসবো-বিয়ে প্রসঙ্গে এভাবেই বলছিলেন ঢাকাই সিনেমার সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি।
গতকাল রাজধানীর মিরপুরে একটি অনুষ্ঠানে কথাগুলো বলেন এই নায়িকা। সেখানে তার কাছে প্রশ্ন রাখা হয়-‘পূজা যে নায়কের সঙ্গে সিনেমা করে সেই নায়কের সঙ্গে প্রেম করে’-সিনেপাড়ায় এমন গুঞ্জন রয়েছে। এ নিয়ে কী বলবেন?এর জবাবে ‘পোড়ামন ২’ তারকা বলেন, ‘সমালোচনা তো হবেই। ভালো কাজ করলে আলোচনা-সামালোচনা দুটোই হয়। আমার সঙ্গে কাউকে নিলে এখনও গুঞ্জন হবে। এসবে আমি কান দেই না, বা পাত্তা দেই না। আমি নিজের গতিতে কাজ চালিয়ে যেতে চাই।’
পূজাকে নিয়ে মিডিয়ায় কিছু গুঞ্জন রয়েছে। তার বধূ সাজে তোলা ছবি দেখেও নানান সমীকরণ মেলায় নেটিজেনরা। সে বিষয়েও মুখ খোলেন ‘গলুই’ অভিনেত্রী। তার কথায়, ‘এই বিষয়টি নিয়ে আমি মাঝে মাঝে অবাক হই। ভীষণ হাসি পায়। ভাবি, মানুষ এতো বোকা কেনো। এতোটা বোকা হওয়া উচিৎ না। যারা বোঝার তারা ঠিকই বুঝেছে এটা একটা ফটোশুট ছিল মাত্র। যারা ভুল বুঝেছে তাদের আমি বোকা ছাড়া কিছুই বলব না।’
উল্লেখ্য, ‘পোড়ামান-২’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজা চেরির। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার-২’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে।
- বিয়ে করছেন তানজিন তিশা ও জোভান
- নতুন সাজে ধরা দিতে চলেছেন লাস্যময়ী পরীমনি!
- পর্ন ভিডিওর ছড়াছড়ি পরীমনির
- সশব্দে ঐন্দ্রিলাকে চুমু খেয়ে চলেছেন অঙ্কুশ
- যাদের সঙ্গে বুর্জ খলিফায় রাত কাটিয়েছেন পরীমনি
- ব্রালেটে ‘হট’ অবতারে শুভশ্রী
- পরীমনিকে নিয়ে যা বললেন ভারতীয় অভিনেতা
- যৌন সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিদ্যা বালান
- বাংলাদেশের সংগীত নিয়ে নোবেলের ‘কটূক্তি’
- মামলার সব ঝামেলা কাটিয়ে নতুন সিনেমার শুটিংয়ে ফিরেছেন পরীমনি