সাড়ে ৪ মাস পর করোনামুক্ত হলো কিশোরগঞ্জ
নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত
প্রায় সাড়ে ৪ মাস পর করোনামুক্ত হলো কিশোরগঞ্জ। গতকাল রোববার সদর উপজেলায় চিকিৎসাধীন একমাত্র রোগি সুস্থ হওয়ার মধ্যে দিয়ে জেলা করোনামুক্ত হলো।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের গতকাল রোববার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ১৫টি নমুনা পরীক্ষায় কোন নতুন রোগি শনাক্ত হয়নি। তবে কেবল সদর উপজেলার একমাত্র রোগি সুস্থ হওয়ার মধ্যে দিয়ে জেলা করোনামুক্ত হয়েছে।
এর আগে টানা ২ বছর করোনায় ভয়াবহ সংক্রমণ আর মৃত্যুর জের টেনে গত ১৭ এপ্রিল জেলা করোনামুক্ত হয়েছিল। এরপর টানা ৫৬ দিন জেলা করোনামুক্ত থাকার পর গত ১৩ জুন সদরে একজন রোগি শনাক্ত হওয়ার মধ্যে দিয়ে জেলায় আবার করোনা সংক্রমণ শুরু হয়। অবশ্য এসময়কারে পরিস্থিতি কখনই প্রথম দুই বছরের সংক্রমণের পর্যায়ে যায়নি।
তবে প্রায় সাড়ে ৪ মাস পর গতকাল রোববার আবার জেলা করোনামুক্ত হলো। জেলার ১৩ উপজেলায় এ পর্যন্ত সংক্রমিত হয়েছিল মোট ১৪ হাজার ৪৮২ জন, আর মৃত্যুবরণ করেছে ২১৫ জন।
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- ময়মনসিংহে কেওয়াটখালী সেতুর জন্য ২৬০ মিলিয়ন ডলার ঋণ বরাদ্দ
- ভালুকায় শিল্পপতির পা কেটে নেওয়ায় প্রধান আসামীসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব
- রাজধানীর ১৫ থানায় আনসার-ভিডিপির ত্রাণ বিতরণ
- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ফজলুল কবির
- পটুয়াখালীতে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ১২ সেতু
- আম্ফানের তাণ্ডবে রাজশাহীতে ঝরে গেছে ২০ শতাংশ আম
- মারা গেলেন মুক্তিযোদ্ধা প্রলয় মৈত্র
- নরসুন্দর, রঙমিস্ত্রী ও কর্মহীন ১০০ জনকে জেলা প্রশাসনের সহায়তা
- নৌকা চালিয়ে ও টিউশনি করে জিপিএ-৫ পেয়েছে শাপলু