‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত করতে চাই’
নিউজ ডেস্ক

তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত করতে চাই।
শুক্রবার নাটোরের সিংড়ার জোড়মল্লিকা-নিংগইন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুই হাজার শীতার্ত মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরে ভেবেছিল বঙ্গবন্ধুর স্বপ্নকে হত্যা করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়ন করছেন।
চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ কোম্পানি লিমিটেডের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কোম্পানির উপ-পরিচালক আবু কাওছার এবং সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।
পলক বলেন, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের সকল প্ল্যাটফর্ম নির্মাণ করে দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক সজীব ওয়াজেদ জয়ের কর্মকুশলতায় দেশের ফ্রিল্যান্সাররা এখন আর বসে নেই। রাজশাহী, নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে নির্মিত ডিজিটাল বাংলাদেশের প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা অনলাইনে উপার্জন করছে। ৩০০ কোটি টাকা ব্যয়ে নাটোরের সিংড়াতেও চারটি স্থাপনা নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। এসব স্থাপনায় যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে নিতে পারবে।
- কৃষিপণ্য কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম ‘ফুড ফর ন্যাশন’ উদ্বোধন করে
- দেশে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬৪
- বঙ্গবন্ধুর সাথে ছোট বেলার স্মরণীয় মধুর স্মৃতি
- প্রথম ডিজিটাল পদ্ধতিতে উদযাপন হবে আন্তর্জাতিক জাদুঘর দিবস
- নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ
- শেখ হাসিনার নেতৃত্বে এদেশের জনগণ ঐক্যবদ্ধ: পানিসম্পদ উপমন্ত্রী
- করোনার সময়ে জরুরি সাহায্য পেতে ফোন করুন
- ঈদের পর ১৪ দিনের কঠোর লকডাউনে মানতে হবে যেসব শর্ত
- করোনা চিকিৎসায় ২০০০ চিকিৎসক, ৫০৫৪ জন নার্স নিয়োগ
- চাষিদের লোকসান ঠেকাতে ক্ষেত থেকে সবজি কিনছে সেনাবাহিনী