ফের কলকাতার ছবিতে মিথিলা
নিউজ ডেস্ক

ফের কলকাতার ছবিতে মিথিলা
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দুই বাংলায় নিয়মিত কাজ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় আরও একটি নতুন সিনেমায় অভিনয় করলেন তিনি। সিনেমার নাম ‘মেঘলা’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মিথিলাকে। ‘মেঘলা’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন অর্ণব মিদ্যা। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এরই মধ্যে সিনেমায় মিথিলার চরিত্র ফুটিয়ে তুলতে একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে। মেঘলা চরিত্রটি নিয়ে মিথিলা বলেন, ‘আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাংয় কাজ করার সুবাদে বিভিন্ন জনগোষ্ঠীর নারীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে আমার। সমাজের বিভিন্ন স্তরের নারীদের প্রতিবন্ধকতা এবং একই সঙ্গে তাঁদের অদম্য শক্তির সঙ্গে আমি ভীষণ পরিচিত। যখন একজন নারীর মাঝে সেই শক্তি জেগে ওঠে, তখন সব নেতিবাচক অপশক্তি হার মানে। এমনই এক লড়াকু নারীর নাম মেঘলা। সাধারণ এক মেয়ে কীভাবে অসাধারণ হয়ে উঠতে পারে, তারই জ্বলন্ত উদাহরণ মেঘলা। আর এরকম একটি সিনেমা শুধু বিনোদন নয়, আমাদের সমাজে চলচ্চিত্রের যে ভূমিকা রয়েছে তারই প্রতিফলন।’ মেঘলা চরিত্রটি চ্যালেঞ্জিং হলেও এরকম চরিত্র করার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করে মিথিলা জানান আগামী মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা।
- বিয়ে করছেন তানজিন তিশা ও জোভান
- নতুন সাজে ধরা দিতে চলেছেন লাস্যময়ী পরীমনি!
- পর্ন ভিডিওর ছড়াছড়ি পরীমনির
- যাদের সঙ্গে বুর্জ খলিফায় রাত কাটিয়েছেন পরীমনি
- সশব্দে ঐন্দ্রিলাকে চুমু খেয়ে চলেছেন অঙ্কুশ
- ব্রালেটে ‘হট’ অবতারে শুভশ্রী
- যৌন সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিদ্যা বালান
- বাংলাদেশের সংগীত নিয়ে নোবেলের ‘কটূক্তি’
- পরীমনিকে নিয়ে যা বললেন ভারতীয় অভিনেতা
- মামলার সব ঝামেলা কাটিয়ে নতুন সিনেমার শুটিংয়ে ফিরেছেন পরীমনি