বড় প্রকল্পে বিনিয়োগে আগ্রহী সৌদি
নিউজ ডেস্ক

বড় প্রকল্পে বিনিয়োগে আগ্রহী সৌদি
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, বাংলাদেশে বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ বাড়ছে সৌদি সরকারের। গতকাল মঙ্গলবার ঢাকার সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সৌদি রাষ্ট্রদূত দুহাইলান বলেন, সম্প্রতি ঢাকায়
অনুষ্ঠিত বিজনেস সামিটে সৌদি বাংলাদেশকে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সহায়তা করেছে। আরও ১২০ কোটি ডলার বিনিয়োগ সহায়তা পাইপলাইনে রয়েছে। স্বাস্থ্য, বিনিয়োগ ও সমুদ্র সহায়তা বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে দুই দেশ গভীরভাবে কাজ করছে।
তিনি বলেন, সৌদি সরকার স্থিতিশীলতা ও নিরাপত্তাকে গুরুত্ব দেয়। তাই সৌদির সঙ্গে ইরানের সমঝোতায় আঞ্চলিক সম্পর্কে প্রভাব পড়বে না।
তিনি আরও জানান, সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ হাজার ২৮৫ পরিবারকে কম্বল ও বালিশসহ গৃহস্থালি উপকরণ এবং ত্রাণ সহায়তা দেবে সৌদি। কিং সালমান সেন্টারের মাধ্যমে এই ত্রাণ দেওয়া হচ্ছে। আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে ওই ত্রাণ বিতরণ করা হবে। এর মাধ্যমে ২৫ হাজার মানুষ উপকৃত হবে। এই প্রকল্পে সৌদি সহায়তার পরিমাণ ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া দু-একদিনের মধ্যে বাংলাদেশে ৭৫ টন খেজুর সরবরাহ করা হবে।
- কৃষিপণ্য কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম ‘ফুড ফর ন্যাশন’ উদ্বোধন করে
- দেশে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬৪
- বঙ্গবন্ধুর সাথে ছোট বেলার স্মরণীয় মধুর স্মৃতি
- নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ
- করোনা চিকিৎসায় ২০০০ চিকিৎসক, ৫০৫৪ জন নার্স নিয়োগ
- প্রথম ডিজিটাল পদ্ধতিতে উদযাপন হবে আন্তর্জাতিক জাদুঘর দিবস
- চাষিদের লোকসান ঠেকাতে ক্ষেত থেকে সবজি কিনছে সেনাবাহিনী
- করোনার সময়ে জরুরি সাহায্য পেতে ফোন করুন
- শেখ হাসিনার নেতৃত্বে এদেশের জনগণ ঐক্যবদ্ধ: পানিসম্পদ উপমন্ত্রী
- ঈদের পর ১৪ দিনের কঠোর লকডাউনে মানতে হবে যেসব শর্ত