ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভার্চুয়াল কোর্ট নিয়ে আইনজীবীদের প্রশিক্ষণ দেবে আইন মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৮, ৯ জুলাই ২০২০  

ফাইল ফটো

ফাইল ফটো

ভার্চুয়াল আদালত ব্যবস্থাপনা নিয়ে আইনজীবীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের আয়োজন করেছে আইন মন্ত্রণালয়। আগামী ১২ জুলাই থেকে পর্যায়ক্রমে সারাদেশে সকল জেলার আইনজীবীকে প্রশিক্ষণ দেয়া হবে।

তবে প্রাথমিক পর্যায়ে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে কুষ্টিয়া জেলার আইনজীবীদের প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে এর যাত্রা শুরু হবে।

আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সকলকে অবহিত করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারাদেশে নিয়মিত আদালত বন্ধ। এ কারণে বিচারপ্রার্থীদের কথা বিবেচনা করে সরকার ভার্চুয়াল আদালত পদ্ধতি চালু করেছে। গত ৯ মে এ বিষয়ে জারি করা অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাস করা হয়েছে।

অধ্যাদেশ জারির পর ১১ মে থেকে সারাদেশে ভার্চুয়াল আদালত কার্যক্রম শুরু হয় যা অব্যাহত রয়েছে। তবে আইনজীবীদের পক্ষ থেকে ভার্চুয়াল আদালত ব্যবস্থা নিয়ে আপত্তি তোলায় এবং নিয়মিত আদালত খুলে দেয়ার দাবি করার প্রেক্ষাপটে তাদের ভার্চুয়াল আদালত পদ্ধতি নিয়ে প্রশিক্ষণের পদক্ষেপ নেয়া হলো।

 

সর্বশেষ
জনপ্রিয়