ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভায় ভোট গ্রহন চলছে শান্তিপুর্ণভাবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ২০ সেপ্টেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে প্রথমবারের মতো দেবীগঞ্জ পৌরসভায় শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন চলছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টায় দেবীগঞ্জ পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে এক যোগে ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শান্তিপুর্ণভাবে ভোট প্রদান করছে ভোটাররা। সকাল থেকে  ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীঘ লাইন। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়তে থাকে। তবে ভোট কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি সব চেয়ে বেশী দেখা গেছে।

উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার প্রত্যয় হাসান জানান, এবার দেবীগঞ্জ পৌরসভার ৯ টি ভোট কেন্দ্রে ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। সকাল থেকে শান্তিপুর্ণভাবে ভোট প্রদান করছে ভোটাররা। দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৯ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন ও  কাউন্সিলর প্রার্থী ৬৩ প্রতিদ্বন্দ্বীতা করছেন। দেবীগঞ্জ পৌরসভায় নারী পুরুষ মিলে মোট ১০ হাজার ৯১৪ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। ভোট কেন্দ্র গুলোর আশ-পাশে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি র‌্যাব মোতায়েন রয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়