শেনজেনভুক্ত হচ্ছে ক্রোয়েশিয়া
নিউজ ডেস্ক

শেনজেনভুক্ত হচ্ছে ক্রোয়েশিয়া
নতুন বছরকে স্মরণীয় করে রাখতে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের প্রায় এক দশক পর ইউরো মুদ্রা চালু করছে ক্রোয়েশিয়া। পাশাপাশি নতুন বছরে বলকান এ রাষ্ট্র ইউরোপের পাসপোর্টমুক্ত শেনজেন অঞ্চলভুক্ত হতে যাচ্ছে।
২০২৩ সালের ১ জানুয়ারি মধ্যরাতে ক্রোয়েশিয়া নিজস্ব মুদ্রা কুনাকে বিদায় জানায়। এর মধ্য দিয়ে ইউরোজোনের একক মুদ্রা ‘ইউরো’ ব্যবহারকারী ২০তম দেশ হয় এটি।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গত ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে জ্বালানি-খাদ্যমূল্যে ব্যাপক হারে বেড়েছে। এমন পরিস্থিতিতে ইউরো চালুর সিদ্ধান্ত ক্রোয়েশিয়ার অর্থনীতিকে রক্ষা করতে পারে।
এদিকে, পাসপোর্টমুক্ত শেনজেন অঞ্চলের ২৭তম দেশ হবে ক্রোয়েশিয়া। শেনজেন জোন হচ্ছে বিশ্বের বৃহত্তম একটি অঞ্চল, যেখানে ৪০ কোটিরও বেশি মানুষ এ অঞ্চলের সদস্য দেশগুলোতে অবাধে চলাফেরা করতে পারেন।
জানা যায়, ক্রোয়েশিয়ার সরকারি কর্মকর্তারা বরাবরই ইউরোজোন ও শেনজেনে যোগদানের সিদ্ধান্তের পক্ষে ছিলেন। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ বলেন, ইইউকে ক্রোয়েশিয়ার সঙ্গে গভীরভাবে যুক্ত করার জন্যই ইউরো চালু ও শেনজেনে যোগদান করা।
তবে মুদ্রা পরিবর্তন আর শেনজেন অঞ্চলে যোগদান নিয়ে ক্রোয়েশিয়ার নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণের অবসানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
অন্যদিকে, মুদ্রার পরিবর্তন নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। দেশটির ডানপন্থী বিরোধী দলগুলো বলছে, মুদ্রার পরিবর্তনে জার্মানি ও ফ্রান্সের মতো বড় দেশগুলো উপকৃত হলেও ক্রোয়েশিয়া খুব একটা লাভবান হবে না।
রাজধানী জাগরেবের কয়েকজন বাসিন্দার মতে, যদিও ইউরোর মান ও প্রভাব বেশি কিন্তু কুনা বাতিল করায় তাদের ভোগান্তিতে পড়তে হবে। তবে অনেকে আবার দ্বিমতও পোষণ করেন।
অনেকে আবার জানান, এখানে দুই দশক ধরে সবকিছু ইউরোতেই হিসাব করা হয়।
- সোনিয়া গান্ধীর হাতেই থাকছে কংগ্রেসের নেতৃত্ব
- বাংলাদেশের সঙ্গে আরো জোরালো সম্পর্ক গড়ার উদ্যোগ ভারতের
- ‘বৈশ্বিক সম্পর্কের দিকে’ এগোচ্ছে চীন!
- ভিয়েতনাম যুদ্ধের চেয়েও করোনায় বেশি প্রাণহানি যুক্তরাষ্ট্রে
- সিরিয়ায় বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ৪০
- করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের
- গত ২৪ ঘণ্টায় এক লাখ ২৫ হাজার আক্রান্ত
- মৃতের সংখ্যা তিন লাখ ৬৭ হাজার ছুঁইছুঁই
- ট্রাম্প জাতিসংঘে ‘রাজনৈতিক ভাইরাস’ ছড়াচ্ছে: চীন
- নাভালনিকে নিরাশ করেনি ভোটাররা