করোনা টিকাদান কর্মসূচি সফল করতে চিকিৎসক-টেকনিশিয়ানদের প্রশিক্ষণ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা টিকা গণহারে প্রয়োগের আগে দেশজুড়ে জেলা-উপজেলা পর্যায়ে চলছে চিকিৎসক ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ। ৭ ফেব্রুয়ারিতে তারা পুরোপুরি প্রস্তুত থাকবেন বলে আশা স্বাস্থ্য বিভাগের।

করোনা টিকাদান কর্মসূচি সফল করতে বরিশালে দুই ধাপে ১০টি উপজেলার ৫৪ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তারা নিজ নিজ উপজেলায় গিয়ে ভ্যাকসিনের সঙ্গে সম্পৃক্তদের প্রশিক্ষণের পর টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানান বরিশাল ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ মাহামুদ হাসান। তিনি বলেন, উপজেলা পর্যায়ে তিনটি করে টিম থাকেবে। আর প্রত্যকে ইউনিয়নে একটা করে টিম থাকবে এই টিমগুলো প্রশিক্ষণ দেবে।