নেত্রকোনার কেন্দুয়ায় কড়াকড়িভাবে চলছে লকডাউন

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

করোনাভাইরাস রোধে সরকার ঘোষিত ৭ দিন লকডাউনের আজ প্রথম দিন নেত্রকোনার কেন্দুয়ায় ছিল খুব কড়াকড়ি।

সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা প্রশাসনের ব্যাপক তৎপরতা দেখা গেছে। স্বাস্থ্যবিধি ও লকডাউনের বিধি অমান্য করায় কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারকগণ ।

উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনউদ্দিন খন্দকার হ্যান্ডমাইক হাতে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষকে করোনা ভাইরাসের সম্পর্কে জনসচেতনতা, স্বাস্থ্যবিধি ও লকডাউনের বিধি মেনে চলতে জনসাধারণের প্রতি আহবান রাখেন।

এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই রাস্তায় বের হয়নি। সারাদিনই পৌরশহর ও বিভিন্ন হাটবাজার ফাকা ছিল। কোথাও যানজট ছিল না। টুকটাক পণ্যবাহী যানবাহন চলতে দেখা গেছে। স্বাস্থ্যবিধি ও লকডাউনের আইন অমান্য করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.খবিরুল আহসান দুইটি মোবাইল কোর্ট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনউদ্দিন খন্দকার চারটি মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

তাছাড়া কেন্দুয়া থানা পুলিশ বিভিন্ন মোড়ে তল্লাশী ও টহল দিতে দেখা গেছে।