হোসেনপুরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:২৮ এএম, ২৭ এপ্রিল ২০২১ মঙ্গলবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে করোনা মহামারীকে বিবেচনায় রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় উপজেলা সদরের বিভিন্ন স্থানে ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে প্রদত্ত এসব পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাছিরুজ্জামান সেলিম রিকশাচালক, ভিক্ষুক, মুচি, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের হাতে এসব পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় মোট ১২০ জন রিকশা চালক, ভিক্ষুক, মুচি, প্রতিবন্ধী ও হতদরিদ্রকে খাদ্য উপহার দেয়া হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবন, সেমাই, চিনি ও ছোলাবুট।