তাড়াইলে নিরাপদ খাদ্য এবং খাদ্যাভ্যাস বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:১৭ এএম, ২৭ এপ্রিল ২০২১ মঙ্গলবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

“মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে জলবায়ু পরিবর্তন, আঘাত প্রতিরোধ, নিরাপদ খাদ্য এবং খাদ্যাভ্যাস বিষয়ে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এই সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমাছ হোসেন।

সঞ্চালনায় ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো. আবদুর রউফ তালুকদার।

‘আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে নিয়ে সচেতনতামূলক কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. বদরুল হাসান রনি ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আঞ্জুমান ইসলাম।

কর্মশালায় অন্যান্যদের মাঝে তাড়াইল প্রেস ক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, তাড়াইল সাংবাদিক কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লি. এর সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, বাংলাদেশ প্রেস ক্লাব তাড়াইল উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুট দাস মধু প্রমুখসহ মসজিদের ইমাম, স্থানীয় হোটেল রেঁস্তোরা, মিষ্টির দোকান ও বেকারির মালিকগণ উপস্থিত ছিলেন।