দেশের ৯৭তম টেস্ট ক্রিকেটে অভিষেক শরিফুলের

স্পোর্টস ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২৯ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ম্যাচের আগেরদিনই আভাস মিলেছিল, বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলামের অভিষেক করানো হতে পারে। শেষ পর্যন্ত হয়েছে সেটাই। ফলে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে দেশের ৯৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হয়েছেন শরিফুল।

ডানহাতি পেসার এবাদত হোসেন চৌধুরীর জায়গায় ১৯ বছর বয়সী শরিফুল ইসলামকে নেয়া হয়েছে। প্রথম টেস্টের দল থেকে বাংলাদেশ একাদশে পরিবর্তন এই একটিই।

ব্যাটিং বান্ধব উইকেটে হওয়া প্রথম টেস্টে একটু বেশিই খরুচে ছিলেন এবাদত হোসেন। তার করা ২১ ওভারে গড়ে প্রায় ৫ করে ৯৯ রান করে শ্রীলংকা। একদিকে তাসকিন আহমেদ যখন দারুণ বোলিং করেছেন, তখন এবাদত ছিলেন ছন্নছাড়া। মূলত এ কারণেই বাইরে বসতে হচ্ছে তাকে।

এবাদতের জায়গায় অভিষেক হওয়া শরিফুলের খুব বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। এখন পর্যন্ত মাত্র ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। এখানে তার শিকার ২২ উইকেট। নিউজিল্যান্ড সফরের টি-২০ সিরিজে তার বোলিংয়ে ছিল সম্ভাবনার ছাপ। এ কারণেই এবার ৯৭ নম্বর টেস্ট ক্যাপ পেয়ে গেলেন তিনি।