২৬ রমজানে ইবাদত কবুলের দোয়া

ধর্ম ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:১১ পিএম, ৯ মে ২০২১ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র রমজানুল মোবারককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। শেষ ৯ বা ১০ দিন নাজাতের। এই দিনগুলোতে আল্লাহকে সন্তুষ্ট করতে অনেক বেশি ইবাদত করা উচিত। রমজানের শেষ দশকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য দশকের তুলনায় অধিক পরিমাণে ইবাদত করতেন।

নাজাতের ষষ্ঠ রমজান আজ। রমজানের শেষ দশকে আল্লাহ তায়ালা অধিক পরিমাণে গুনাহগার বান্দাদেরকে ক্ষমা তথা নাজাত দেন বলেই মূলত এ দশকের নামকরণ ‘নাজাত’ হয়েছে। রমজানের ২৬তম দিনে আল্লাহর নৈকট্য অর্জনে ইবাদত কবুলের জন্য এ দোয়া পড়তে পারেন-

উচ্চারণ: আল্লাহুম্মাঝ আ’ল সা’য়ি ফিহি মাশকুরা; ওয়া জামবি ফিহি মাগফুরা; ওয়া আ’মালি ফিহি মাক্ববুলা; ওয়া আইবি ফিহি মাসতুরা; ইয়া আসমাআ’স সামিয়ি’ন।

অর্থ: হে আল্লাহ! এ দিনে আমার প্রচেষ্টাকে (তোমার নৈকট্য অর্জনে) গ্রহণ করে নাও। আমার সব গোনাহ মাফ করে দাও। আমার সব আমল কবুল করো এবং সব দোষ-ত্রুটি ঢেকে রাখো। হে সর্বশ্রেষ্ঠ শ্রোতা।