হোসেনপুরে ৫ অসহায় পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১০ মে ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৫ অসহায় ব্যক্তি প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পেয়েছেন। রোববার (৯ মে) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা অনুদানের চেক গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ তাদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএকাম উচ্চমান সহকারী স্বপন কুমার বর্মনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুদান প্রাপ্তরা হলেন-উপজেলার দক্ষিণ আড়াইবাড়িয়া গ্রামের কনহার মেয়ে সমর্থ বানুকে ৩০ হাজার টাকা, নিহারগাতী গ্রামের আহাম্মদ হোসেনের ছেলে উমর ফারুককে ৩০ হাজার টাকা, পদুরড়াতী গ্রামের মৃত কেরামত আলীল ছেলে মো. আ. সাত্তারকে ৩০ হাজার টাকা, নিহারগাতী গ্রামের ললিতা খাতুনকে ২০ হাজার টাকা ও আড়াইবাড়িয়া গ্রামের আমছুর আলীর ছেলে গোলাম মোস্তফা ২০ হাজার টাকা। করোনা মহামারির এমন দুঃসময়ে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাওয়ায় আনন্দ বিরাজ করছে অসহায় ওই ৫ পরিবারে।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে চার ব্যক্তিকে অনুদান প্রদান করা হয়েছে।