যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চেয়েছে হাইতি

আন্তর্জাতিক ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১০ জুলাই ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট জোভেনেল ময়িজ হত্যাকাণ্ডে পর নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হাইতি। প্রেসিডেন্ট হত্যকাণ্ডের জেরে চলমান অস্থিতিশীল পরিস্থিতিরোধে এরই মধ্যে সহায়তা চেয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের কাছে। হাইতির দাবি, চলমান সহিংসতায় হুমকির মধ্যে রয়েছে দেশটির বিমানবন্দর, স্থলবন্দরসহ নানা স্থাপনা। দুর্বৃত্তরা এসব স্থাপনায় হামলা চালাতে পারে আশংকা প্রকাশ করছে হাইতি কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার হাইতির নির্বাচনসংক্রান্ত মন্ত্রী ম্যাথিয়াস পিয়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। হাইতির সরকারের অনুরোধে ঘটনা তদন্তে সহায়তা ও নিরাপত্তার জন্য ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের (ডিএইচএস) শীর্ষ কর্মকর্তাদের পাঠনো হচ্ছে দেশটিতে।

হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি শুক্রবার গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা পরিস্থিতি এবং কীভাবে সহায়তা করা যেতে পারে তা পর্যবেক্ষণ করবেন।