ব্রাহ্মণবাড়িয়ায় ১২৬ প্রতিবন্ধী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:৪১ এএম, ১৮ জুলাই ২০২১ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া ১২৬ প্রতিবন্ধী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের ফারুকী পার্কে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া। 

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস, কিশোর কুমার দাশ, ফাতেমা তুজ জোহরা সানিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি মসুর ডাল, সেমাই এক প্যাকেট, সুজি এক প্যাকেট, চিনি, গুড়ো দুধ ও সাবান।

সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউনে ক্ষতিগ্রস্ত ১২৬টি প্রতিবন্ধী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্য সহায়তা তুলে দেয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।