করোনা রোধে ২১ কোটি ডোজ ভ্যাকসিন সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৪৪ এএম, ২৫ জুলাই ২০২১ রোববার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, দেশের আপামর জনগণের জন্য করোনাভাইরাস সংক্রমণ রোধে ২১ কোটি ডোজ ভ্যাকসিন সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। এসব ভ্যাকসিন পর্যায়ক্রমে দেশে আসবে।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন। 

তিনি বলেন, ২১ কোটি ভ্যাকসিনের ব্যবস্থা হয়েছে। আগামী বছর পর্যন্ত সেগুলো পর্যায়ক্রমে দেশে আসবে। এ ভ্যাকসিন আসলে ৮০ ভাগ মানুষকে দেওয়া যাবে। 

মন্ত্রী আরো বলেন, এ পর্যন্ত ১ কোটি ২০ লাখের মতো মানুষ ভ্যাকসিন নিয়েছেন। পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে।