বরিশালে লকডাউন সফল করতে তৎপর সেনাবাহিনী

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২৫ জুলাই ২০২১ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লকডাউনের সফল করতে বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় সেনাবাহিনী ও বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের সদস্যরা ছিল তৎপর। তারা বিভিন্ন যানবাহন, মোটরসাইকেল ও রিকসায় অতিরিক্ত যাত্রী থাকলে তা নামিয়ে দিয়েছেন। তারা টার্মিনাল এলাকায় বিভিন্ন পন্যবাহী যানবাহন ও মোটরসাইকেল নিয়ে বের হওয়ার কারন জানতে চায়।

এসময় বেশ কিছু মোটরসাইকেলে লাগানো ভূয়া স্টিকার উঠিয়ে ফেলা হয়। বিভাগীয় শহরের ন্যায় জেলা প্রশাসনের নির্দেশনায় জেলার প্রবেশদ্বর গৌরনদীতেও কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনী। তারই ধারাবাহিকতায় গৌরনদী বন্দর ও বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করায় চারটি মামলায় এক হাজার নয়শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।