আগামীতে দেশে টিকার আর সংকট হবে না: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:০১ এএম, ২৫ জুলাই ২০২১ রোববার

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

আগামীতে দেশে করোনাভাইরাস প্রতিরোধ টিকার আর সংকট হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জাপান থেকে আসা প্রায় আড়াই লাখ অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা গ্রহণের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ ও মাধ্যম থেকে বাংলাদেশে করোনাভাইরাসের টিকা আসা শুরু হয়েছে। টিকা আসা অব্যাহত থাকবে। এতে করোনার টিকার আর কোনো সংকট হবে না।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপান কয়েক ধাপে ২ দশমিক ৯ মিলিয়ন ডোজের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে।

তিনি আরো জানান, দেশবাসীর জন্য টিকার অব্যাহত সরবরাহ নিশ্চিত করতে সরকার এরই মধ্যে বাণিজ্যিকভাবে ক্রয়ের পাশাপাশি কোভ্যাক্সের আওতায় বিভিন্ন উৎস থেকে আরো করোনার টিকা সংগ্রহের সুব্যবস্থা করেছে।