বিধিনিষেধের নিয়ম অমান্য করায় ২১২ জনকে র‍্যাবের জরিমানা

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৫ জুলাই ২০২১ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলমান কঠোর বিধিনিষেধে নিয়ম লঙ্ঘনের দায়ে সারাদেশে ২১২ জনকে জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিধিনিষেধের দ্বিতীয় দিন মোট ১ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং জানায়, বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধি করতে দেশব্যাপী মাঠে ছিল র‍্যাব। বিধিনিষেধ বাস্তবায়নে র‍্যাবের ১৮০টি টহল ও ১৮৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিধিনিষেধ অমান্য করায় দেশব্যাপী পরিচালিত ২৭টি ভ্রাম্যমাণ আদালতে ২১২ জনকে প্রায় ১ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিনামূল্যে দেড় হাজারের অধিক মাস্ক বিতরণ করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করে র‍্যাব।

বিধিনিষেধ অমান্য করায় রাজধানী থেকে ৩৯৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়েছে। ডিএমপি ট্রাফিক কর্তৃক ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়।