দেশব্যাপী কম দামে পণ্য বিক্রি করবে টিসিবি

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ২৫ জুলাই ২০২১ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শোকের মাস আগস্টে ভর্তুকি মূল্যে দেশব্যাপী পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার (২৫ জুলাই) প্রতিষ্ঠানটির ঢাকা আঞ্চলিক প্রধান কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ূন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর শোকাবহ আগস্ট মাসে কঠোর লকডাউন পরিস্থিতিতে ভোক্তা সাধারণের নিকট ভর্তুকি মূল্যে কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী নিয়োজিত ডিলারের মাধ্যমে ভ্রাম্যমান ট্রাকে সারা দেশে বিক্রয় করা হবে'। 

এতে জানানো হয়, চলমান জুলাই মাসের ২৬ তারিখ থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে আগামী আগস্ট মাসের ২৬ তারিখ পর্যন্ত। তবে এসময়ে ছুটির দিনে কার্যক্রম বন্ধ থাকবে। 

ভ্রাম্যমান ট্রামে ভর্তুকি মূল্যে তিনটি পণ্য বিক্রি করবে বলে জানিয়েছে টিসিবি। এগুলো হলো- সয়াবিন তেল, মশুর ডাল ও চিনি। 

পণ্যগুলোর জন্য টিসিবি কর্তৃক ধার্যকৃত ভর্তুকি মূল্য হলো, সয়াবিন তেল প্রতি লিটার একশত (১০০) টাকা, মশুর ডাল প্রতি কেজি পঞ্চান্ন টাকা (৫৫) এবং চিনি প্রতি কেজি পঞ্চান্ন (৫৫) টাকা। 

টিসিবি'র দেশব্যাপী যেসকল অনুমোদিত ডিলার আছে, তাদের মাধ্যমে এই কাজ পরিচালিত হবে।